আগামী তিন-চারদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে ভারতে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকবে। চার-পাঁচ দিনের মধ্যে আন্দামান-নিকোবরে প্রবেশ করবে মৌসুমী বায়ু । দেশের মূল ভূখণ্ডে কেরলে ২৮-৩০ মে-র মধ্যে বর্ষা ঢুকে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ জুনের মধ্যেই বাংলায় ঢুকবে মৌসুমী বায়ু ৷ অসহনীয় গরমের মধ্যেই এই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বেশ কিছু অংশ। আগাম বর্ষা তাই গোটা দেশের কাছে খুশির খবর।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2016 7:27 PM IST