TRENDING:

খরার দেশে সুখবর, সময়ের আগেই আসছে বর্ষা

Last Updated:

সূর্যের প্রচন্ড তাপে মাটি ফেটে ফুটিফাটা ৷ সামান্য জলের খোঁজে সূর্যের প্রখর তাপ মাথায় করে চলতে হচ্ছে মাইলের পর মাইল ৷ গরমে শুকিয়ে গিয়ে আস্ত একটা নদী ৷ ড্যামের জল তলানি ছুঁয়েছে ৷ দড়ি বেয়ে কুয়োর ২০-৩০ ফিট নীচে নামলে মিলছে এক কলসি জল ৷ প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা ৷ তীব্র জল কষ্ট ও জ্বালা পড়া গরমে খুশির বার্তা দিল মৌসম ভবন ৷ এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে দেশে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সূর্যের প্রচন্ড তাপে মাটি ফেটে ফুটিফাটা ৷ সামান্য জলের খোঁজে সূর্যের প্রখর তাপ মাথায় করে চলতে হচ্ছে মাইলের পর মাইল ৷ গরমে শুকিয়ে গিয়ে আস্ত একটা নদী ৷ ড্যামের জল তলানি ছুঁয়েছে ৷ দড়ি বেয়ে কুয়োর ২০-৩০ ফিট নীচে নামলে মিলছে এক কলসি জল ৷ প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা ৷ তীব্র জল কষ্ট ও জ্বালা পড়া গরমে খুশির বার্তা দিল মৌসম ভবন ৷ এবছর নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে দেশে ৷
advertisement

আগামী তিন-চারদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে ভারতে। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা ঢুকবে। চার-পাঁচ দিনের মধ্যে আন্দামান-নিকোবরে প্রবেশ করবে মৌসুমী বায়ু । দেশের মূল ভূখণ্ডে কেরলে ২৮-৩০ মে-র মধ্যে বর্ষা ঢুকে যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৬ জুনের মধ্যেই বাংলায় ঢুকবে মৌসুমী বায়ু ৷ অসহনীয় গরমের মধ্যেই এই স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। প্রচণ্ড গরমে এ বছর খরার গ্রাসে পড়েছে মধ্য ও পশ্চিম ভারতের বেশ কিছু অংশ। আগাম বর্ষা তাই গোটা দেশের কাছে খুশির খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
খরার দেশে সুখবর, সময়ের আগেই আসছে বর্ষা