TRENDING:

‘বাবা বলতেন তাঁর দুই ছেলে টুটু আর অঞ্জন’ - অঞ্জন মিত্রের প্রয়াণে আবেগপ্রবণ শোকবার্তা টুটু বসু

Last Updated:

আবেগতাড়িত মোহনবাগানের স্বপন সাধন বসু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি অন্যরকম , তাঁর কথা বলার ধরণ অন্যরকম, তিনি স্বপনসাধন বসু বা টুটু বসু ৷ মোহনবাগানে এই মুহূর্তে সচিব পদে তিনিই দায়িত্বে ৷ তিনি দীর্ঘদিন প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন ৷ তবে অঞ্জন মিত্রের দীর্ঘ অসুস্থতার পর শেষ নির্বাচনে যখন সচিব পদে তিনি জয়ী আসেন তখন দু‘পক্ষের মধ্যের তিক্ততা নিঃসন্দেহে বেড়েছিল ৷ কিন্তু পেশাদারিত্বের লড়াইয়ের বাইরের বন্ধুতা যে একইরকম অটুট ছিল তা আরও একবার প্রমাণিত হল অঞ্জন মিত্রের প্রয়ানে ৷
advertisement

অঞ্জন মিত্রের প্রয়াণে স্বপনসাধন বসুর আবেগমথিত শোকবার্তা বুঝিয়ে দিল যে কতটা দুঃখ  পেয়েছেন তিনি৷ বন্ধু নয় অঞ্জন মিত্রকে নিজের ভাই ভাবতেন বলে জানিয়েছেন টুটু বসু ৷ পাশাপাশি তিনি লিখেছেন এই সকাল এখনও অবধি তাঁর জীবনের সবচেয়ে দুঃখের সকাল ৷ তাঁর আর কোনও ভাই-বোন নেই তাই অঞ্জন আর টুটু কে দুই ছেলে মনে করতেন টুটু বসুর বাবা ৷ তিনি আরও লিখেছেন অঞ্জনের সাফল্যের পিছনে রয়েছেন টুটু, আর টুটুর সাফল্যের পিছনে অঞ্জন৷ শেষ লাইনে লিখেছেন যেখানেই থাকিস ভালো থাকিস ৷

advertisement

এদিকে এর আগে অঞ্জন মিত্রের প্রয়াণের পর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবাশিস দত্ত অকপটভাবে জানান, ‘‘ বাবা -মায়ের পরে আমার জীবনে যাঁর সবচেয়ে বেশি প্রভাব তিনি অঞ্জন মিত্র ৷ আমি মাত্র ২৪ বছর যখন তখন ওনার সঙ্গে আলাপ আর আজ ৫০ ৷ ’’

advertisement

আরও পড়ুন -Ind vs Ban: জায়ন্ট স্ক্রিনে ভুল ! মাঠেই তুমুল রেগে গেলেন রোহিত শর্মা, দেখুন ভিডিও

একইসঙ্গে সচিব ও কোষাধ্যক্ষ জুটিতে মোহনবাগানে সাফল্যের সঙ্গে প্রশাসন সামলেছেন দীর্ঘদিন ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘ অঞ্জন দা চিরকাল বেঁচে থাকবেন নিজের কাজের মধ্যে দিয়ে ৷ যেভাবে তিনি মোহনাবাগানের প্রশাসকের পদে ২৫ বছর ছিলেন আমি নিকট অতীতে কাউকে দেখছি না যে এতদিন ধরে দায়িত্ব সামলোচ্ছে ৷ ’’

advertisement

২৬ বছরের সম্পর্ক আজ শেষ তার আগে গোটা রাতভর দারুণ ব্যস্ততা কেটেছে ৷ শনিবার নিজের বাসভবনে যাওয়ার পর মোহনবাগান ক্লাব তাঁবুতে শায়িত থাকবে অঞ্জন মিত্রের দেহ ৷

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘বাবা বলতেন তাঁর দুই ছেলে টুটু আর অঞ্জন’ - অঞ্জন মিত্রের প্রয়াণে আবেগপ্রবণ শোকবার্তা টুটু বসু