অঞ্জন মিত্রের প্রয়াণে স্বপনসাধন বসুর আবেগমথিত শোকবার্তা বুঝিয়ে দিল যে কতটা দুঃখ পেয়েছেন তিনি৷ বন্ধু নয় অঞ্জন মিত্রকে নিজের ভাই ভাবতেন বলে জানিয়েছেন টুটু বসু ৷ পাশাপাশি তিনি লিখেছেন এই সকাল এখনও অবধি তাঁর জীবনের সবচেয়ে দুঃখের সকাল ৷ তাঁর আর কোনও ভাই-বোন নেই তাই অঞ্জন আর টুটু কে দুই ছেলে মনে করতেন টুটু বসুর বাবা ৷ তিনি আরও লিখেছেন অঞ্জনের সাফল্যের পিছনে রয়েছেন টুটু, আর টুটুর সাফল্যের পিছনে অঞ্জন৷ শেষ লাইনে লিখেছেন যেখানেই থাকিস ভালো থাকিস ৷
advertisement
এদিকে এর আগে অঞ্জন মিত্রের প্রয়াণের পর নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দেবাশিস দত্ত অকপটভাবে জানান, ‘‘ বাবা -মায়ের পরে আমার জীবনে যাঁর সবচেয়ে বেশি প্রভাব তিনি অঞ্জন মিত্র ৷ আমি মাত্র ২৪ বছর যখন তখন ওনার সঙ্গে আলাপ আর আজ ৫০ ৷ ’’
আরও পড়ুন -Ind vs Ban: জায়ন্ট স্ক্রিনে ভুল ! মাঠেই তুমুল রেগে গেলেন রোহিত শর্মা, দেখুন ভিডিও
একইসঙ্গে সচিব ও কোষাধ্যক্ষ জুটিতে মোহনবাগানে সাফল্যের সঙ্গে প্রশাসন সামলেছেন দীর্ঘদিন ৷ দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘‘ অঞ্জন দা চিরকাল বেঁচে থাকবেন নিজের কাজের মধ্যে দিয়ে ৷ যেভাবে তিনি মোহনাবাগানের প্রশাসকের পদে ২৫ বছর ছিলেন আমি নিকট অতীতে কাউকে দেখছি না যে এতদিন ধরে দায়িত্ব সামলোচ্ছে ৷ ’’
২৬ বছরের সম্পর্ক আজ শেষ তার আগে গোটা রাতভর দারুণ ব্যস্ততা কেটেছে ৷ শনিবার নিজের বাসভবনে যাওয়ার পর মোহনবাগান ক্লাব তাঁবুতে শায়িত থাকবে অঞ্জন মিত্রের দেহ ৷
আরও দেখুন