আরও পড়ুন : সস্তা হল পোশাক, মোবাইল, চার্জার! নির্মলার বাজেটে দাম বাড়ল কীসের?
প্রধানমন্ত্রী (Modi | Union Budget 2022) তাঁর ভাষণে বলেন, সর্বক্ষেত্রে এই বাজেট জনসাধারণের জন্য কার্যকরী এক বাজেট। 'গরিবের কল্যাণকর' এই বাজেট। ডিজিটাইলাইজেশনের ওপরও দেওয়া হয়েছে একইরকম গুরুত্ব। প্রত্যন্ত পাহাড় থেকে ভারতের সর্বত্র যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক করবে। তাতে সর্বস্তরের সর্বাঙ্গীন উন্নতি হবে বলেই মন্তব্য মোদির (Modi | Union Budget 2022) ।
advertisement
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ''আত্মনির্ভর ভারতই আমাদের লক্ষ্য। এয়ার ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক ট্রান্সফার শেষ। শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।'' কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সংযোজন, ''ভারতের অর্থনীতি ধীর ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। ৭৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক (NHI) সম্প্রসারণ হবে।''
আরও পড়ুন : তিন বছরে চালু হবে চারশো বন্দে ভারত এক্সপ্রেস, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
নতুন কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র। আবার শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। অন্যদিকে দলাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2022) শিক্ষা নিয়ে নয়া এক দিশা দেখাল মোদি সরকার। মহামারী পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করার পক্ষেও জোর সওয়াল কেন্দ্রীয় বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একদিকে যেমন নতুন ২০০টি টেলিভিশন চ্যানেল আনার ঘোষণা করলেন, তেমনই জানালেন তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ও।
বাজেটকে ‘ছাত্রবন্ধু’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নির্মলা বলছেন, “করোনা পরিস্থিতিতে পড়াশোনায় বিপুল ক্ষতি হয়েছে।” সেই ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্পে আসছে নতুন টিভি চ্যানেল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে আলাদা-আলাদা টেলিভিশন চ্যানেল। পড়ুয়াদের জন্য স্থানীয় ভাষায় শিক্ষামূলক তথ্য দেওয়া হবে। এই ধরনের ২০০টি টেলিভিশন চ্যানেল আসছে বলে ঘোষণা করেছেন সীতারমণ।
যদিও এদিন বাজেট শেষ হওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ট্যুইটে বাজেটকে ‘শূন্য, ফাঁপা’ বলে আক্রমণ করেছেন। তাঁর ট্যুইটবার্তায় মমতা লেখেন, – ”এই বাজেট থেকে আমজনতার প্রাপ্তি শূন্য। সরকারের বড় বড় কথা পুরোপুরি সারমর্মহীন। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষ। পেগাসাস কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর চেষ্টা এই বাজেট।”