করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র আর গুজরাতে নতুন করে যে এই ঘূর্ণিঝড়ের দাপটে ঝামেলা তৈরি হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। আইএমডি–র দেওয়া শেষ সতর্কবার্তায় দেখা যাচ্ছে, এই ঝড়ের আনুমানিক গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটারের কাছাকাছি। আর এর ল্যান্ডফলের সময় ৩ জুন সকাল সাতটা থেকে ১২টার মধ্যে। এটি একদিকে রায়গড় মহারাষ্ট্রের হরিহরেশ্বর অন্যদিকে দমনের মধ্যবর্তী কোনও একটি এলাকায় আছড়ে পড়তে পারে। সেই সময় এর সর্বোচ্চ গতি থাকতে পারে ঘণ্টায় ১২৫ কিমি। যাকে আইএমডি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বলেছে।
advertisement
এই ঝড়ের কারণে ইতিমধ্যে পশ্চিম উপকূলের প্রায় সমস্ত অংশের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। একদিকে কেরলে বর্ষা ঢুকে যাওয়ায় সেখানে বর্ষার বৃষ্টি অন্যদিকে কর্ণাটক, মুম্বই ও গুজরাতে নিম্নচাপের কারণে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যে নিষেধ করা হয়েছে।