৪৮ সদস্য রাষ্ট্রের এলিট গোষ্ঠী এনএসজি-র সদস্য হতে আবেদন জানিয়েছে নয়াদিল্লি। ৯ জুন ভিয়েনায় বৈঠকে বসছে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী এনএসজি-র বৈঠক। এ মাসেই সিওলে এনএসজি-র আরেক দফার বৈঠক। সেখানে ভারতের আর্জি নিয়ে আলোচনা হবে।
সদস্য হওয়ার লক্ষ্যে ইতিমধ্যেএনএসজি-র সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যে সোমবার একধাপ এগোল নয়াদিল্লি। ভারতের সদস্যপদের আর্জিতে সমর্থন জানাল সুইজারল্যান্ড।
advertisement
জেনেভায় মোদির সঙ্গে বৈঠকে সুইস প্রেসিডেন্ট জোহান স্নাইডার নয়াদিল্লিকে সমর্থনের কথা জানান। যৌথ বিবৃতিতে এ জন্য সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ নিয়েছেন মোদি।
সুইস ব্যাঙ্কে রাখা ভারতীয়দের কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু, সরকারের দু’বছর কেটে গেলেও সে কাজ এগোয়নি। এদিনের বৈঠকে কালো টাকা নিয়ে কথা হয়।
ভারতে বিনিয়োগের অঙ্কে সুইজারল্যান্ড ১১ নম্বরে, বাণিজ্যিক লেনদেনে পঞ্চম। মোদি-স্নাইডারের আলাপচারিতায় গুরুত্ব পায় ব্যবসার প্রসঙ্গ।
মোদির বিদেশ সফরের পরের ধাপ আমেরিকা। ওয়াশিংটনে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন তিনি। সে দেশের সংসদের যৌথ সভায় ভাষণও দেবেন।
পাকিস্তান ও চিনের বিরোধিতা করলেও এনএসজি-তে ভারতের সদস্যপদের পক্ষে রয়েছেন ওবামা। তাঁর সঙ্গে মোদির আলোচ্যসূচির শীর্ষে থাকবে এনএসজি-র সদস্যপদের বিষয়টি। জেনেভায় আত্মবিশ্বাস কুড়িয়ে ওয়াশিংটনের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।