TRENDING:

Modi On Farmers |MSP Hike : 'কৃষক বান্ধব' মোদি! চাষিদের স্বার্থে 'বড়' সিদ্ধান্ত নিল কেন্দ্র, বিরাট লাভের সম্ভাবনা কৃষকদের...

Last Updated:

Modi On Farmers : রবি ফসলের (Crop) ন্যূনতম সহায়ক মূল্য (Minimum Support Prices or MSP Hike) বৃদ্ধি কৃষক স্বার্থে বিরাট পদক্ষেপ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : 'কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত'। রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি (Minimum Support Prices or MSP Hike) বৃদ্ধির বিষয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে চলছে কৃষক বিক্ষোভ। এরই মধ্যে একাধিক রবিশস্যের (Rabi Crop) ন্যূনতম সহায়ক মূল্য (MSP Hike) বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গম, সরষের বীজ, বার্লি-সহ কয়েকটি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি তাতে ছাড়ও দিয়েছে। ২০২২-২৩ বিপণন মরশুম থেকে কেন্দ্রের এই নয়া মূল্যবিধি চালু হবে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে।
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বলেন, রবি ফসলের ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি) বাড়ানোর জন্য মন্ত্রিসভার অনুমোদন কৃষকদের সর্বোচ্চ পারিশ্রমিকমূল্য নিশ্চিত করবে এবং তাদের বিভিন্ন ধরণের ফসল বপনে উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) আগামী বছর অর্থাৎ ২০২২-২৩ মরশুম থেকেই সমস্ত বাধ্যতামূলক রবি ফসলের এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

advertisement

আরও পড়ুন : আমেরিকা সফরে প্রধানমন্ত্রী? তালিবানি তাণ্ডবের মাঝেই মোদি-বাইডেন মোলাকাতের সম্ভাবনা!

প্রধানমন্ত্রী মোদি বুধবারই ট্যুইট করেছেন, "কৃষক ভাই -বোনদের স্বার্থে আজ আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমস্ত রবি ফসলের এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে।" প্রধানমন্ত্রী লেখেন, 'এই সিদ্ধান্ত অন্নদাতাদের' জন্য সর্বোচ্চ পারিশ্রমিকমূল্য নিশ্চিত করার পাশাপাশি এটি তাদের বিভিন্ন ধরণের ফসল বপন করতে উৎসাহিত করবে'।

advertisement

এদিকে, একাধিক পণ্যে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বেশ অনেকটা বাড়ানো হলেও গমের ক্ষেত্রে তা বেড়েছে ৪০ টাকা। এবার থেকে কুইন্টাল প্রতি গম ন্যূনতম ২০১৫ টাকা দরে কিনবে সরকার। যা আগের বছরের তুলনায় বেড়েছে মাত্র ২ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে এই হার সর্বনিম্ন।

আরও পড়ুন : আজ মহিলাদের ১৬২৫ কোটি টাকা দেবে মোদি সরকার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....

advertisement

ইতিমধ্যেই গমের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amrinder Singh) কেন্দ্রের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, এভাবে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের কাঁটা ঘায়ে নুনের ছিটে দেওয়া হচ্ছে।

গমের ক্ষেত্রে সহায়ক মূল্য নিয়ে বিতর্ক হলেও, অন্য পণ্যগুলিতে MSP বাড়ানো হয়েছে বেশ উল্লেখযোগ্য হারেই। এবছর আবার সরষের বীজের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে বাড়ানো হয়েছে ৪০০ টাকা। এখন থেকে প্রতি কুইন্টাল সরষের বীজ কেনা যাবে ৫০৫০ টাকা দরে। কাঁচা ছোলায় ১৩০ টাকা বাড়ানো হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য।বার্লির ক্ষেত্রে এমএসপি বেড়েছে ৩৫ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লির রাজপথে আন্দোলন করছেন দেশের কৃষকরা। তাঁদের অন্যতম প্রধান দুই দাবি হল, কৃষি আইন প্রত্যাহার ও শস্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনে পরিণত করা। এর মধ্যেই এদিন ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ব্যাপক বৃদ্ধি হল।

বাংলা খবর/ খবর/দেশ/
Modi On Farmers |MSP Hike : 'কৃষক বান্ধব' মোদি! চাষিদের স্বার্থে 'বড়' সিদ্ধান্ত নিল কেন্দ্র, বিরাট লাভের সম্ভাবনা কৃষকদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল