TRENDING:

'প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে কৃষকদের আজ এই হাল হত না', মন্দাসুরে মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মন্দাসুর: ছতরপুরের পর এবার মন্দাসুরের জনসভায় কংগ্রেসকে আক্রমণ করলেন মোদি । কংগ্রেস একের পর এক মিথ্যে কথা বলে মানুষকে ক্রমাগত প্রতারিত করে চলেছে, জানিয়েছেন মোদি। দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত অফিসঘরে বসে মধ্যপ্রদেশে দরিদ্র কৃষকদের ভবিষ্যত নির্ধারণ করা যায় না, তোপ মোদির।
advertisement

ঐতিহাসিক ভাবেই কংগ্রেস মিথ্যের আশ্রয় নিয়েছে । ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রীর আসনে বসে স্লোগান তুলেছিলেন 'গরিবী হটাও' কিন্তু সেই কথা বাস্তবায়িত হয় নি। ব্যাঙ্কগুলিকে সরকারী আওতায় এনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এর ফলে অস্বচ্ছল নাগরিকদের সমস্যা দূর হবে কিন্তু কিছুই হয় নি, দেশের অর্ধেকেরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না, কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ মোদির ।

advertisement

আরও পড়ুন: নির্বাচনী সভায় হুঙ্কার নরেন্দ্র মোদির, তাঁর মোকাবিলায় বিরোধীদের যথার্থ শক্তির অভাব

কংগ্রেসের দুরদর্শিতার অভাবেই কৃষক সমাজ কষ্টে রয়েছে । সর্দার বল্লভভাই প্যাটেল যদি দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের কৃষিজীবী মানুষগুলির অবস্থা এতটা শোচনীয় হত না যা কংগ্রেসের ৫৫-৬০ বছরের শাসনকালে হয়েছে । ভারত একটি কৃষিভিত্তিক দেশ ও সর্দার প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশ আরও অনেক আগেই উন্নতির পথেই এগিয়ে যেত,স্পষ্ট জানিয়েছেন মোদি ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ক্ষমতায় আসার জন্য কংগ্রেসক দেশকে বিভক্ত করে চলেছে । ধর্ম, জাত, বর্ণ নিয়ে কথা বলছেন কংগ্রেস নেতারা, কটাক্ষ করেছেন মোদি ।

বাংলা খবর/ খবর/দেশ/
'প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে কৃষকদের আজ এই হাল হত না', মন্দাসুরে মোদি