TRENDING:

১.৫ কোটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভেরিয়েবল DA দ্বিগুণ করল মোদি সরকার

Last Updated:

Variable DA বৃদ্ধির জেরে এবার কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতনও বেড়ে যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক (Ministry of Labour & Employment) শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ (Variable DA) বৃদ্ধির ঘোষণা করেছে ৷ এর জেরে লাভবান হতে চলেছেন প্রায় ১.৫ কোটি সরকারি কর্মীরা ৷ আগে ভেরিয়েবল ডিএ প্রতি মাসে ১০৫ টাকা ছিল ৷ এখন সেটা বাড়িয়ে ২০৫ টাকা প্রতি মাসে করা হয়েছে ৷ ১ এপ্রিল ২০২১ থেকে লাগু হবে ৷
advertisement

Variable DA বৃদ্ধির জেরে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতনও বেড়ে যাবে ৷ রেল, অয়েল ফিল্ড, বন্দর ও কেন্দ্র সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা এই লাভ পেতে চলেছে ৷ কন্ট্র্যাক্ট ও ক্যাজুয়াল দু’ধরনের কর্মীদের উপরে সমান ভাবে লাগু করা হবে ৷

কেন্দ্রীয় চিফ লেবর কমিশনার (CLC) ডিপিএস নেগি, নিউজ এজেন্সি পিটিআই-কে জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজ করছেন যে কর্মচারীরা তাঁদের ডিএ প্রতি মাসে ১০৫ থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে ৷ শ্রম মন্ত্রকের তরফে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে নতুন রেট ১ এপ্রিল ২০২১ থেকে জারি করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এরকম সময় যখন গোট দেশ করোনার জেরে এক অস্বাভাবিক এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন ডিএ বৃদ্ধির জেরে কিছুটা স্বস্তি পাবেন কর্মীরা ৷ কেন্দ্রীয় সরকার ভেরিয়েবল ডিএ পয়লা এপ্রিল ২০২১ থেকে রিভাইজ করার সিদ্ধান্ত নিয়েছে ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
১.৫ কোটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভেরিয়েবল DA দ্বিগুণ করল মোদি সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল