তবে এই বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী পদে নীতিশের ইস্তাফার পর ট্যুইটে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ট্যুইট করে নীতিশকে শুভেচ্ছাও জানান তিনি ৷
ট্যুইট করে মোদি জানান, ‘দুর্নীতি বিরোধী লড়াইয়ে যুক্ত হওয়ায় ৷ নীতীশ কুমারকে অনেক ধন্যবাদ ৷ অসংখ্য মানুষ এই কাজকে সমর্থন করছেন ৷ রাজনৈতিক মতপার্থক্যের উপরে উঠে ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে ৷ এটাই সময়ের দাবি ৷ দেশে বিশেষত বিহারে উজ্জ্বল ভবিষ্যৎ ৷ উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই ৷ লড়াইয়ে সামিলের জন্য নীতীশ কুমারকে অভিনন্দন ৷ ’
advertisement
বুধবার সাংবাদিক বৈঠকে তেজস্বীর ইস্তফার জল্পনা ও দাবি খারিজ করে দেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ পাল্টা মন্তব্য করেন, নীতিশকে আমি মুখ্যমন্ত্রী বানিয়েছি ৷ নীতিশ সরকারের শরিক দল আরজেডি সুপ্রিমো লালুর আপত্তিতেই তেজস্বীকে সরাতে পারছিলেন না নীতিশ ৷
লালুর পটনার বাড়িতে সিবিআই হানার পরই লালু নীতিশ জোট নিয়ে জল্পনা ওঠে ৷ রাষ্ট্রপতি পদে প্রার্থী সমর্থন নিয়ে দেখা দেয় লালু ও নীতিশের মতান্তর ৷ সব মিলিয়ে মত বিরোধের জেরেই ভাঙল নীতিশ-লালুর গাঁটছড়া ৷