TRENDING:

‘এসি চালিয়ে চাদর গায়ে’ থাকা আর ‘গাড়ি চালিয়ে জিমে যাওয়া’ না পসন্দ প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

তিনি এর পরেই শক্তির অপচয় প্রসঙ্গে তুলে আনেন এলইডি বাল্বের প্রসঙ্গও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুধু সরকারের নীতি নির্ধারণ নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপনের প্রশ্নেও রয়েছে নানারকম সমস্যা৷ আর যে কারণগুলি অনেকটাই দায়ী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা মনে করিয়ে দিলেন৷
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

তিনি বললেন, ‘আমরা অনেক সময়েই দেখি, কেউ কেউ ১৬ বা ১৮ ডিগ্রিতে এসি চালিয়ে দিয়ে রয়েছেন৷ তাঁর হয়ত ঠাণ্ডা লাগছে, তাতে তিনি গায়ে কম্বল জড়াচ্ছেন৷ কিন্তু এসির ঠাণ্ডা কমছে না৷ এতে পরিবেশ দূষিত হয়৷ আমাদের উচিত, এসি ব্যবহার করলে সেটি এমন তাপমাত্রার মধ্যে ব্যবহার করা যাতে সেটিতে শক্তির ব্যবহার কম পরিমাণে হয়৷ কম্বল ছাড়াই যাতে কম তাপমাত্রায় এটি ব্যবহার করা চলে৷’’ এর পরেই মোদি এনেছেন জিমের প্রসঙ্গ৷ তিনি বলেছেন, ‘‘অনেকেই জিমে যান গাড়িতে করে৷ ওয়ার্কআউট করার আগে গাড়িতে করে গিয়ে কী লাভ৷ তার থেকে পায়ে হেঁটে বা সাইকেলে করে যান, এতে শক্তির সাশ্রয় যেমন হবে, তেমনই আপনারও শরীরচর্চাই হবে৷’’ গুজরাতে ‘মিশন লাইফ’ প্রকল্পের আন্তর্জাতিক উদ্বোধনের অনুষ্ঠানে এসে একথা বললেন মোদি৷

advertisement

আরও পড়ুন: লক্ষ্য মহিলা ভোট! লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী নিয়ে ঘরে ঘরে প্রচারের ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের 'ধাক্কা' সুপ্রিমকোর্টে! 'অস্বস্তি' বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের!

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তিনি এর পরেই শক্তির অপচয় প্রসঙ্গে তুলে আনেন এলইডি বাল্বের প্রসঙ্গও৷ তিনি বলেন, এলইডি ব্যবহার করলে এমনি আলোর থেকে অনেক কম শক্তি ক্ষয় হয়৷ এখানে উপস্থিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানলে হয়ত অবাক হবেন, ভারতে এখনও পর্যন্ত ১৬০ কোটির বেশি এলইডি বাল্বের ব্যবহার সরকার করেছেন৷ এটি প্রতি বছরে ১০০ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইডের মাত্রা বাতাসে কমিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘এসি চালিয়ে চাদর গায়ে’ থাকা আর ‘গাড়ি চালিয়ে জিমে যাওয়া’ না পসন্দ প্রধানমন্ত্রী মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল