এদিন কর্মসমিতির বৈঠকে মোদি জানান, ‘এই দু’বছরে সবথেকে জনপ্রিয় স্বচ্ছ ভারত মিশন ৷ দেশবাসীর বিশ্বাসেই দাঁড়িয়ে আছে বিজেপি ৷ ভারতবাসীর সমর্থনেই বিজেপি সরকার এগোবে ৷’
পাশাপাশি তিনি আরও বলেন, ‘ক্ষমতায় এলে দায়িত্বপালন করতে হবে ৷ পরিশ্রম করলে তবেই সাফল্য আসে ৷ জীবনের প্রত্যেকটি মুহূর্ত দেশকে দেব ৷’
যোগ দিবস নিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘যোগ দিবস বিশ্ববাসীকে একজোট করেছে ৷’
advertisement
আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তাকে পাখির চোখ করেই এলাহাবাদে দলের কর্ম সমিতির বৈঠকে নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। আগামী দিনে দলের রণনীতি ঠিক করতেই সাত দাওয়াই নরেন্দ্র মোদির। সোমবার কর্মসমিতির রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন দলের সব কেন্দ্রীয় মন্ত্রী, সব রাজ্যের সাংসদ, দলের রাজ্য সভাপতি-সহ প্রথমসারির নেতারা। সরকার ও দলের মধ্যে ভারসাম্য রাখতেই মোদির দাওয়াই ৷
এদিন বৈঠকে মোদি বলেন-
১. সাধারণ মানুষের সেবা করতে হবে
২. দলীয় কাজে ভারসাম্য বজায় রাখতে হবে
৩. জনসংযোগ বাড়াতে হবে
৪. ধৈর্যশীল হতে হবে
৫. সরকার ও দলের মধ্যে সমন্বয় সাধন
৬. সাধারণ মানুষের মধ্যে সদর্থক বার্তা দিতে হবে
৭. সাধারণ মানুষের সমস্যার প্রতি সমব্যথী ও বিশ্বাস অর্জন করতে হবে
রুদ্ধদ্বার বৈঠকের পর এলাহাবাদ জনসভা করেন নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী।
এরপর সোমবার বিকেল ৫টায় পরিবর্তন র্যালি করেন নরেন্দ্র মোদি ৷ সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ উপস্থিত ছিলেন রাজ্যস্তরের মন্ত্রীরাও ৷