TRENDING:

গঙ্গা আরতিতে মোদি-অ্যাবে

Last Updated:

শনিবার সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাণসী: শনিবার সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে৷ রীতি মেনে মন্ত্র উচ্চারণ করে গঙ্গা আরতি করেন দুই রাষ্ট্রনেতা ৷ প্রায় ১৫ মিনিট ধরে আরতি করেন তাঁরা ৷ আরতি শেষে গঙ্গাঘাটে সাজানো মঞ্চে কিছুক্ষণ সময় কাটান দুই প্রধানমন্ত্রী ৷ এরপরেই শুরু হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ অনুষ্ঠান শেষে দুই প্রধানমন্ত্রীকে উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয় ৷
advertisement

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ সেনা বাহিনীর একটি বিশেষ বিমানে বারাণসী পৌঁছন মোদি ও সিনজো ৷ ঢোল, সানাই এবং অর্কেষ্ট্রা বাজিয়ে স্বাগত জানানো হয় দুই রাষ্ট্রনেতাকে ৷ তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও রাজ্যপাল রাম নায়েক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
গঙ্গা আরতিতে মোদি-অ্যাবে