TRENDING:

মোদি 2.0: কাকে কাকে দেওয়া হবে মন্ত্রীত্ব, ৫ ঘণ্টা ধরে বৈঠক মোদি-শাহের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শাহ স্ট্র্যাটেজি ও মোদি ক্যারিশমায় দেশ জুড়ে পদ্মঝড়ে সাফ বিরোধীরা ৷ বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি ৷ মোদি সরকারের দ্বিতীয় টার্ম শুরুর আগে মন্ত্রিসভা গঠন নিয়ে বৈঠকে মোদি-শাহ ৷ কারা পাবেন মন্ত্রিত্ব সেই নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার ৫ ঘণ্টা ধরে চলে আলোচনা ৷
advertisement

এনডিএ-এর বিপুল জয়ের পর এখন দেশ জুড়ে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তা হল, কে কে হচ্ছেন মন্ত্রী ৷ কে পাবেন কোন দফতর ৷ সেই নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার আলোচনায় বসেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি ৷ দলীয় সূত্রে খবর, ৫ ঘণ্টার বৈঠক শেষে চুড়ান্ত মন্ত্রিসভার সদস্যদের নাম ৷ ২০ শতাংশ নতুন সদস্য এবার পেতে চলেছেন মন্ত্রিত্বের দায়িত্ব ৷

advertisement

লোকসভায় বিজেপির একার ঝুলিতেই ৩০৩ আসন ৷ তবে সহযোগী দলের নেতাদেরও বড় পদ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন শাহ ৷ জয়ী আসনের ভিত্তিতে মন্ত্রীর সংখ্যার অনুপাত নিয়ে ফর্মুলা নির্ধারণে মগজ খাটান শাহ-মোদি ৷ বাংলার সাংসদদের ঝুলিতে আসতে পারে গুরুত্বপূর্ণ দফতর ৷ তেলেঙ্গনা থেকে জয়ী সাংসদদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

একইসঙ্গে প্রশ্ন রয়েছে মন্ত্রিমন্ডলে কি সামিল হবেন অমিত শাহও ৷ এই নিয়ে রাজনৈতিক মহলের অন্দরে রয়েছে নানা জল্পনা ৷ কিছু মাসের মধ্যেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে ৷ তাই কোনও কোনও বিজেপি কর্মী চান নির্বাচন অবধি অধ্যক্ষ পদে থাকুন অমিত শাহ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মোদি 2.0: কাকে কাকে দেওয়া হবে মন্ত্রীত্ব, ৫ ঘণ্টা ধরে বৈঠক মোদি-শাহের