TRENDING:

ভোটের সময় যেন নেটওয়ার্ক ভালো থাকে, মোবাইল সংস্থাগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের

Last Updated:

ইতিমধ্যেই মুখ্যনির্বাচনী আধিকারিক আনন্দ কুমার সব মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে সব সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যন্ত গ্রামগুলিতেও যেন ভোটের সময় মোবাইল নেটওয়ার্ক ভালো থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: গণতন্ত্রের সবচেয়ে বড় উত্‍সব বলে কথা! মৌলিক অধিকার প্রয়োগে যেন একজন নাগরিকও বাদ না যান, তার জন্য ময়দানে নেমে পড়েছে মোবাইল সংস্থাগুলিও৷ সকাল সকাল ভোট দেওয়ার জন্য সব ভোটারকে ফোন করে, এসএমএস করে সচেতন করছে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি৷
advertisement

আরও পড়ুন: কলড্রপের সমস্যায় ভুগছেন প্রধানমন্ত্রীও ! টেলিকম অপারেটরদের প্রতি ক্ষুব্ধ মোদি

ইতিমধ্যেই মুখ্যনির্বাচনী আধিকারিক আনন্দ কুমার সব মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে সব সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যন্ত গ্রামগুলিতেও যেন ভোটের সময় মোবাইল নেটওয়ার্ক ভালো থাকে৷ মোবাইলে ভোট সচেতনতা প্রচারে কোনও ত্রুটি রাখতে চাইছে না নির্বাচন কমিশন৷ মোবাইল সংস্থাগুলিও ভোটের সময় সেরা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পুলিশের তরফে একটি কমন নম্বর রাখা হচ্ছে৷ রাজ্যের যে কোনও জায়গা থেকে ওই নম্বরে পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে৷ মোবাইল সংস্থাগুলি নির্বাচন কমিশনের নির্দেশ, নেটওয়ার্ক রেঞ্জ যতটা সম্ভব বাড়াতে হবে৷ যাতে মোবৈাইল গ্রাহকরা টাওয়ার সমস্যায় না ভোগেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের সময় যেন নেটওয়ার্ক ভালো থাকে, মোবাইল সংস্থাগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের