TRENDING:

Maharashtra Politics: বালা সাহেবের মৃত্যুর পর এই প্রথম, ১৩ বছর পর মাতোশ্রীতে পা রাখলেন কে? মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া অঙ্ক

Last Updated:

প্রায় দু দশক ধরে বিচ্ছিন্ন থাকার পর এ মাসের শুরুতেই মরাঠি ভাষার উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় একজোট হয়েছিলেন উদ্ধব এবং রাজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে আগেই কাছাকাছি এসেছিলেন উদ্ধব ঠাকরে এবং তাঁর খুড়তুতো ভাই রাজ ঠাকরে৷ এবার দীর্ঘ তেরো বছর পর ঠাকরেদের বাসভবন মুম্বইয়ের বিখ্যাত মাতোশ্রীতে পা পড়ল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজের৷ বালা সাহেব ঠাকরের মৃত্যুর পর এই প্রথম মাতোশ্রীতে এলেন রাজ৷ শিবসেনা (ইউবিটি) প্রধান তথা নিজের খুড়তুতো দাদা উদ্ধবের জন্মদিন উদযাপন করতেই মাতোশ্রীতে আসেন রাজ৷ শেষ বার ২০১২ সালে বালা সাহেব ঠাকরের মৃত্যুর পর মাতোশ্রীতে এসেছিলেন রাজ ঠাকরে৷
মাতোশ্রীতে উদ্ধবের কাছে এলেন কে? ছবি- পিটিআই
মাতোশ্রীতে উদ্ধবের কাছে এলেন কে? ছবি- পিটিআই
advertisement

মাতোশ্রীর ভিতরে প্রয়াত বালা সাহেব ঠাকরের ছবির সামনে একসঙ্গে ছবিও তোলেন উদ্ধব এবং রাজ৷ অন্য একটি ছবিতে উদ্ধবের হাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক তুলে দিতে দেখা গিয়েছে রাজকে৷

অন্য একটি ভিডিও-য় পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের উপস্থিতিতে কেক কাটতে দেখা গিয়েছে উদ্ধব ঠাকরেকে৷ সেই ভিডিও-তে অবশ্য রাজকে দেখা যায়নি৷

প্রায় দু দশক ধরে বিচ্ছিন্ন থাকার পর এ মাসের শুরুতেই মরাঠি ভাষার উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরোধিতায় একজোট হয়েছিলেন উদ্ধব এবং রাজ৷ এর পর ওরলিতে একসঙ্গে মিছিলও করেন তাঁরা৷ সেই কর্মসূচি থেকেই মহারাষ্ট্রে আগামী পুরভোটে রাজের এমএনএস-এর সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ার ইঙ্গিতও দেন উদ্ধব৷ শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব দাবি করেছিলেন, একসঙ্গে পথ চলার জন্যই তাঁরা ফের একজোট হয়েছেন৷ রাজও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে কটাক্ষ করে বলেছিলেন, প্রয়াত বালা সাহেব ঠাকরে যা করতে পারেননি, তাঁদের দুই ভাইকে কাছাকাছি এনে তা করে দেখিয়েছেন ফড়ণবীশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উদ্ধবের সঙ্গে মতবিরোধের জেরেই ২০০৫ সালে শিবসেনা ছেড়ে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছিলেন রাজ ঠাকরে৷ এর পর থেকে সব নির্বাচনেই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে শিবসেনা এবং এমএনএস৷ ২০২২ সালে শিবসেনায় ফাটল ধরার পর থেকেই একনাথ শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপি-র দাপট বাড়তে থাকে৷ এবার উদ্ধব-রাজ একজোট হয়ে মহারাষ্ট্রে শিন্ডে- বিজেপি জোটকে ধাক্কা দিতে পারেন কি না, সেটাই দেখার৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Politics: বালা সাহেবের মৃত্যুর পর এই প্রথম, ১৩ বছর পর মাতোশ্রীতে পা রাখলেন কে? মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল