TRENDING:

Ram Mandir:আদবানি, মুরলী মনোহর যোশী রাম মন্দির উদ্বোধন থেকে বাদ, বারণ করা হল আসতে

Last Updated:

Ram Mandir: অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাম মন্দিরের দাবিতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাঁরা৷ আর সেই লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশীকেই রাম মন্দির উদ্বোধনে ডাকা হচ্ছে না৷ সংবাদ সংস্থা মারফত এই খবর মিলেছে৷ বলা হয়েছে, তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷ সেই কারণেই আগামী মাসের জমকালো অনুষ্ঠানে থাকছেন না তাঁরা৷ অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷
advertisement

অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজAyodhya Ram Mandir Inauguration LIVE 

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পৎ রাই জানিয়েছেন, ‘মুরলী মনোহর যোশী ও লালকৃষ্ণ আদাবানি জানুয়ারি মাসে হওয়া রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না৷ তাঁদের বয়স ও স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দু’জনেই তাঁদের পরিবারের প্রবীণতম, এবং তাঁদের বয়সের দিকে খেয়াল রেখে আমরা অনুরোধ করেছিলাম তাঁরা যেন না আসেন৷ সেই অনুরোধ গ্রহণ করা হয়েছে৷’

advertisement

রাই জানিয়েছেন, এখন পুরোদমে উদ্বোধনের প্রস্তুতি চলছে৷ ২২ তারিখের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে৷ সেই অনুষ্ঠানে থাকবেন নরেন্দ্র মোদি৷ আগামী মাসে লালকৃষ্ণ আদবানির বয়স হবে ৯৬ আর মুরলী মনোহর যোশীর বয়স হবে ৯০৷ স্বাস্থ্য ও বয়সের কারণেই নবতীপর দুই প্রবীণ রাজনীতিককে আসতে বারণ করা হয়েছে বলে খবর৷ এ ছাড়া, একটি তিন সদস্যের দল তৈরি করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াকে আমন্ত্রণ জানানোর জন্য৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কারা থাকবেন এ বারের অনুষ্ঠানে৷ ছয় দর্শনের শঙ্করাচার্যরা, ১৫০ জন সন্ত ও সাধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও মোট চার হাজার সাধু ও অন্য ২ হাজার ২০০ আমন্ত্রিত থাকবেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir:আদবানি, মুরলী মনোহর যোশী রাম মন্দির উদ্বোধন থেকে বাদ, বারণ করা হল আসতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল