advertisement
এ দিকে পদত্যাগী বিধায়কদের সঙ্গে দেখা করতে বুধবার সকালে মুম্বইয়ে হোটেলে গেলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার৷ সেখানেও বিস্তর নাটক৷ শিবকুমারের সঙ্গে দেখা করতে চাননি বিদ্রোহী বিধায়করা৷ তাঁকে দেখে মুম্বইয়ের হোটেল থেকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিধায়করা৷ ঘটনায় শিবকুমার বলেন, 'রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়৷ কেউ বন্ধু নয়, কেউ শত্রুও নয়৷ যে কেউ ঘুরে যেতে পারেন যে কোনও মুহূর্তে৷ আমি বিদ্রোহী বিধায়কদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি৷ ওঁরা ওঁদের বন্ধুর সঙ্গে দেখা করবেনই৷ আমি জানি৷'
advertisement
কংগ্রেস ও জেডিএস মিলিয়ে ১০ বিধায়ক মুম্বই পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁরা ভীত৷ তাঁদের জীবনহানির আশঙ্কা রয়েছে৷ তাঁরা পুলিশকে জানিয়েছেন, 'আমরা শুনেছি, শিবকুমার ও তাঁর লোকজন হোটেল ভাঙচুর করবে৷ আমাদের মারধর করতে পারে৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2019 2:41 PM IST