নাইজেরিয়া থেকে আজই দেশে ফেরেন এম জে আকবর ৷ তারপরই যৌন হেনস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি ৷ যদিও সেই সময় তিনি বলেন, ‘পরে বিবৃতি দিয়ে জানাব ৷’ তবে, কোনও বিবৃতি দেওয়ার আগেই ইস্তফা দিলেন আকবর ৷ সম্ভবত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও সাক্ষাৎ করবেন আকবর ৷
একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় এম জে আকবর ৷ যার জেরে বেকায়দায় পড়েছে মোদি সরকার ৷ যদিও এখনও অবধি এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বিজেপি কর্মীরা ৷
advertisement
আরও পড়ুন: দেশে ফিরতেই #Metoo বিতর্কে প্রশ্নের মুখে এম জে আকবর
কয়েকদিন আগে ৪ অক্টোবর এক মহিলা সাংবাদিক আকবরের বিরুদ্ধে ট্যুইট করে ৷ এরপর একের পর এক বেশ কয়েকজন মহিলা সাংবাদিক, সাহিত্যিক এবং বিজ্ঞাপনদাতা এম জে আকবরের বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ এরপরই বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস দলের নেতা নেত্রীরা ৷ যদিও আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগে যখন তোলপাড় দিল্লির রাজনীতি ৷ তখন মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগকারীর পক্ষে সওয়াল করেছেন ৷ স্মৃতি ইরানি বলেন, যারা অভিযোগ করেছেন ৷ তাদের লজ্জা হওয়ার কোনও কারণ নেই ৷ অভিযুক্তদের শাস্তি হবে ৷