মিজোরামে মোট ভোটার সংখ্যা ৮.৫৭ লাখেরও বেশি। মোট প্রার্থীর সংখ্যা ১৭৪। মোট মহিলা প্রার্থীর সংখ্যা ১৮ জন।ভোট হচ্ছে মিজোরামেও। ভোটের আগে মায়ানমারের সঙ্গে ৫১০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত এবং বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। এছাড়াও অসমের তিনটি জেলা, মণিপুরের দুটি জেলা এবং ত্রিপুরার একটি জেলার সঙ্গে আন্তঃরাজ্য সীমানাও বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: সাবধান! দ্বিতীয়বার গরম করলেই ‘বিষ’ এই ৫ খাবার! দেখে নিন তালিকা
নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, নির্বাচনের জন্য কমপক্ষে ৩,০০০ পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৫,৪০০ কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ১৮ জন মহিলা-সহ মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং কংগ্রেস ৪০ টি আসনে প্রার্থী দিয়েছে।
এদিন সকালে ভোট দিতে যান মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কিন্তু মেশিন গোলযোগের জেরে তিনি প্রথমে ভোট দিতে পারেননি বলে খবর। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, তিনি আইজলের অধীনে ভোট কেন্দ্র ১৯-আইজল ভেংলাই-আই ওয়াইএমএ হলে ভোট দিতে গিয়েছিলেন।