TRENDING:

Mizoram Election Results 2023: মিজোরামেও পালাবদল? ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জেডপিএম, কংগ্রেসকে পিছনে ফেলল বিজেপি

Last Updated:

মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইজল: ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, মিজোরামের চল্লিশটি আসনের মধ্যে ইতিমধ্যেই ২৬টি আসনে এগিয়ে গিয়েছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷ অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তারা৷ মুখ্যমন্ত্রী জোরামথাংগার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট অথবা এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে৷
এবার মিজোরামেও পালাবদলের ইঙ্গিত৷
এবার মিজোরামেও পালাবদলের ইঙ্গিত৷
advertisement

এই ধারা যদি বজায় থাকে, তাহলে উত্তর পূর্বের রাজ্যটিতেও ক্ষমতার হাতবদল একরকম নিশ্চিত৷ ভোট গণনার একেবারের শুরুতে অবশ্য এমএএফ-ই এগিয়ে ছিল৷

তবে উত্তর পূর্বের এই রাজ্যেও কংগ্রেসকে পিছনে ফেলেছে বিজেপি৷ মাত্র ১৩টি আসনে লড়ে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি৷ কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে৷

তবে নিজের দল পিছিয়ে পড়লেও আইজল থেকে মুখ্যমন্ত্রী জোরামথাংগা নিজে এগিয়ে রয়েছেন বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: আজই কি ‘সদস্য’ পদে কোপ? মহুয়া ইস্যুতে সরগরম হতে পারে লোকসভার শীত অধিবেশন

মিজোরামের নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আশা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ জেপিএম, এমএনএফ ছাড়াও কংগ্রেসকে লড়াইয়ে রেখেছিলেন তাঁরা৷ ছটি স্থানীয় দল মিশে গিয়ে তৈরি হয়েছে জেডপিএম৷ বিজেপি মিজোরামের মাত্র ১৩টি আসনে প্রার্থী দিয়েছিল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তার মধ্যে তিনটি আসনেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mizoram Election Results 2023: মিজোরামেও পালাবদল? ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জেডপিএম, কংগ্রেসকে পিছনে ফেলল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল