TRENDING:

Mizoram Election Results 2023 : হেরে গেলেন মুখ্যমন্ত্রী, মিজোরাম দখল করল জেডপিএম! ব্যর্থতাই সঙ্গী কংগ্রেসের, জোড়া আসন বিজেপির

Last Updated:

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইজল: দল তো ক্ষমতাচ্যুত হলই৷ ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরামেও পালাবদল হল৷ মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম৷
পরাজিত মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷
পরাজিত মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷
advertisement

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাংগা৷ আইজল পূর্ব-(১) কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ ভোটে পরাজিত হয়েছেন৷

মিজোরামে যে পালাবদল হচ্ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে৷ ৪০ আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ২১টি আসন৷ সেখানে ইতিমধ্যেই ২৬টি আসনে জয়ী হয়েছে জেডপিএম৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে৷

advertisement

মিজোরামে সরকার গঠন দূরে থাক, নির্ণায়ক ভূমিকা নিতেও ব্যর্থ কংগ্রেস৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র ১টি আসন দখল করেছে তারা৷ বরং ১৩টি আসনে লড়ে ইতিমধ্যেই দুটি আসন জিতে নিয়েছে বিজেপি৷

আরও পড়ুন: মোদির আবেদনই সার, সংসদ বসতেই হতেই তীব্র হট্টগোল বিরোধীদের! শুরুতেই মুলতবি লোকসভা

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল এমএনএফ৷ এবার অবশ্য অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই জেডপিএম ক্ষমতা দখল করতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০১৮ সালের নির্বাচনে মিজোরামে ৫টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস৷ সেখানে এবার তাদের আসন সংখ্যা কমে হল ১৷ অন্যদিকে গত নির্বাচনে একটি আসন পেলেও উত্তর পূর্বের রাজ্যটিতে এবার জোড়া আসন দখল করল বিজেপি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mizoram Election Results 2023 : হেরে গেলেন মুখ্যমন্ত্রী, মিজোরাম দখল করল জেডপিএম! ব্যর্থতাই সঙ্গী কংগ্রেসের, জোড়া আসন বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল