গত বছর ২৭ নভেম্বর তিরুপতি বিমান বন্দর থেকে বিদেশ যাত্রার জন্য বিমান ধরার কথা ছিল অন্ধ্রপ্রদেশের রাজারামপিটের সাংসদ মিঠুন রেড্ডির ৷ কিন্তু সমস্ত পরিবার নিয়ে বিমান ছাড়ার মাত্র ৪৫ মিনিট আগে বিমানবন্দরে হাজির হন এই কংগ্রেস সাংসদ ৷ এয়ার ইন্ডিয়ার ম্যানেজার কে রাজাশেখর বোর্ডিং পাস দিতে অস্বীকার করলে তাঁকে থাপ্পড় মারেন মিঠুন রেড্ডি ৷ যদিও রেড্ডি পরে চড় মারার কথা অস্বীকার করেন ৷ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রেড্ডির নামে অভিযোগ দায়ের করা হয় ৷ এর পরিপ্রক্ষিতেই গ্রেফতার করা হয় মিঠুন রেড্ডিকে ৷ এদিন রেড্ডিকে আদালতে পেশ করার পর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2016 3:50 PM IST