TRENDING:

Russia Ukraine war: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক

Last Updated:

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১২৬ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জন ভারতীয়ের৷ নিখোঁজ আরও ১৬ জন৷ এ দিন এমনই তথ্য জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যান ১২৬ জন ভারতীয়, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যান ১২৬ জন ভারতীয়, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
advertisement

কয়েকদিন আগেই রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে এক ভারতীয়ের মৃত্যু হয়৷ আহত হন আরও একজন ভারতীয়৷ তার পরই এই চাঞ্চল্যকর দাবি করল বিদেশমন্ত্রক৷ পাশাপাশি বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে তদ্বিরও শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ অবিলম্বে তাদের সেনাবাহিনীতে নিযুক্ত সব ভারতীয়কে অব্যাহতি দেওয়ার জন্যও রুশ সরকারের কাছে দাবি জানিয়েছে ভারত৷

আরও পড়ুন: সুইগি-তে আইসক্রিম অর্ডার করেছিলেন মহুয়া, কিন্তু খাওয়া হল না! যা ঘটল, চরম ক্ষুব্ধ সাংসদ

advertisement

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১২৬ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করেছেন৷ এই ১২৬ জনের মধ্যে ৯৬ জন ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে ভারতে ফিরে এসেছেন৷ ১৮ জন ভারতীয় এখনও রুশ সেনাবাহিনীর সঙ্গেই রয়েছেন৷ এই ১৮ জনের মধ্যে ১৬ জনের কোনও খোঁজ নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিদেশমন্ত্রকের ওই মুখপাত্র জানিয়েছেন, এই ১৬ জন ভারতীয়কে নিখোঁজ বলে চিহ্নিত করেছে রুশ সরকারও৷ তিনি আরও জানিয়েছেন, আর যতজন ভারতীয় রুশ সেনায় রয়েছেন, তাঁদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্যও রাশিয়ার উপরে চাপ দেওয়া হচ্ছে৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকেই জানানো হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Russia Ukraine war: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল