TRENDING:

MHT CET 2020 exam: নিট, JEE Main-এর মতো সর্বভারতীয় পরীক্ষা যখন হচ্ছে তখন একটি রাজ্যের পরীক্ষা পিছানো সম্ভব নয়: সু্প্রিম কোর্ট

Last Updated:

MHT CET অর্থাৎ মহারাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে একটি পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা (MHT CET) পিছনোরও আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সোমবার এই মামলার শুনানিতে নিট, JEE Main-এর মতো সর্বভারতীয় পরীক্ষা মামলার প্রসঙ্গ টেনে শীর্ষ আদালত বলে, সর্বভারতীয় পরীক্ষা যখন নেওয়া হচ্ছে তখন কোনও একটি রাজ্যের পরীক্ষা এভাবে পিছনো সম্ভব নয় ৷
advertisement

MHT CET অর্থাৎ মহারাষ্ট্রে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে একটি পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ে ৷ এদিন সেই মামলার শুনানিতেই আদালত পরীক্ষা পিছনোর আর্জি খারিজ করে পিটিশনারকে ১৭ অগাস্ট নিট ও জি মেইন পরীক্ষার ক্ষেত্রে শীর্ষ আদালতের দেওয়া অর্ডারটি চেক করতে বলে ৷ কোর্টের তরফে বলা হয় যেখানে সর্বভারতীয় পরীক্ষাগুলি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেখানে একটি রাজ্যের পরীক্ষা পিছনো কিভাবে সম্ভব?

advertisement

উল্লেখ্য, করোনা ভাইরাসের জেরে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল ৷ সেই মামলাতেই করোনা পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) ও NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বেঞ্চ জানায়, COVID-19 অতিমারির বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনায় রয়েছে৷ কিন্তু তা বলে জীবন তো থেমে থাকবে না ৷ ছাত্র-ছাত্রীদের একটা গোটা বছর নষ্ট হতে দেওয়া ঠিক নয়৷ এটা তাঁদের কেরিয়ারের জন্য খারাপ৷

advertisement

শীর্ষ আদালতের এই রায়ের পরই পরীক্ষার আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ৷ কিন্তু অন্যদিকে বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষা পিছনোর আর্জি জমা পড়েছে ৷ রাহুল গান্ধি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী সবাই মোদির কাছে চিঠি পাঠিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছেন৷ রাহুল গান্ধিও প্রধানমন্ত্রীকে কটাক্ষ, "একবার ছাত্রদের মনের কথাও (স্টুডেন্টস কে মন কি বাত) শুনে নিন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সোমবার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন, " প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভিডিও কনফারেন্সে ইউজিসি-র তরফে সেপ্টেম্বরের শেষ দিকে পরীক্ষা নেওয়া নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা নিয়ে আমি বলেছিলাম। যে পরীক্ষা ছাত্র-ছাত্রীদের বর্তমান পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এখন কেন্দ্রের শিক্ষামন্ত্রীর নির্দেশে NEET,JEE পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়া হবে। আমি আবার কেন্দ্রের কাছে আর্জি রাখবো ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষা নিয়ে কতটা ঝুঁকি রয়েছে তা বিশ্লেষণ করুন এবং পরীক্ষা স্থগিত রাখুন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এটা আমাদের কর্তব্য ছাত্র-ছাত্রীদেরকে সুস্থ পরিবেশ দেওয়া।" শুধু ট্যুইট নয়, তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে চিঠিও পাঠিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
MHT CET 2020 exam: নিট, JEE Main-এর মতো সর্বভারতীয় পরীক্ষা যখন হচ্ছে তখন একটি রাজ্যের পরীক্ষা পিছানো সম্ভব নয়: সু্প্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল