বেঙ্গালুরু থেকে প্রকাশ্যে আসা এই হাড়হিম ভিডিওটি রাগিগুড্ডা মেট্রো স্টেশনের ইয়েলো লাইনের। সিসিটিভি ফুটেজটি দেখে চোখ কপালে উঠবে। দেখুন কীভাবে এক গার্ড স্টেশনে হাঁটতে হাঁটতে আচমকা মেট্রো ট্র্যাকে পড়ে যান। গার্ডকে বাঁচাতে তৎক্ষণাৎ ছুটে আসেন এক যাত্রী। তারপরেই যা ঘটে তা এককথায় রোমহর্ষক।
advertisement
বিএমআরসিএল-এর একটি সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দুকে জানিয়েছে, ওই গার্ড ১৬ ঘণ্টা ধরে ডিউটিতে ছিলেন এবং তিনি খুব কমই বিশ্রাম নিয়েছিলেন, যার কারণেই সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: হঠাৎ কুকুর কামড়ালে কী করবেন জানেন…? সঙ্গে সঙ্গে করুন এই ‘কাজ’, বলে দিলেন এক্সপার্ট
সূত্রের খবর, সোমবার, ২৫ অগাস্ট সকাল ১১.১০ নাগাদ বেঙ্গালুরু মেট্রোর একজন নিরাপত্তারক্ষী আচমকা ট্রেনের লাইনে পড়ে যান। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) এর কর্মকর্তাদের মতে, ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত গার্ড আচমকাই স্টেশন থেকে পিছলে বৈদ্যুতিক ট্র্যাকে পড়ে যান। সেইসময় ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরেকজন নিরাপত্তারক্ষী দ্রুত এমার্জেন্সি ট্রিপ সুইচটি (ETS) চালু করে দেন যার ফলে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ওই গার্ডকে বিপদের মুখে দেখেই ছুটে আসেন প্ল্যাটফর্মের একজন যাত্রীও। হাত ধরে টেনে কোনওরকমে তিনি ওই গার্ডকে বাঁচিয়ে নেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে এই আকস্মিক বিপদের জেরে সেই সময় ইয়েলো লাইনে আগত একটি ট্রেন থামানো হয়েছিল এবং প্রায় ছয় মিনিটের জন্য রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত করা হয়েছিল। তবে জানা গিয়েছে এই দুর্ঘটনায় ৫২ বছর বয়সি নিরাপত্তারক্ষীর কোনও আঘাত লাগেনি এবং তিনি নিরাপদেই আছেন।
এদিকে ঘটনার পরে বিএমআরসিএল-এর অন্য আরেকটি সূত্র মিডিয়াকে জানিয়েছে, গার্ডটি প্রায় ১৬ ঘণ্টা ধরে ডিউটিতে ছিলেন এবং কাজে ফিরে আসার আগে কেবল কিছুক্ষণ বিশ্রাম নিতে পেরেছিলেন। এই ঘটনার পর, গার্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কীভাবে এত দীর্ঘ শিফটের অনুমতি দেওয়া হয়েছিল তা নির্ধারণের জন্য একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। স্টেশন ম্যানেজারকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।