TRENDING:

Dirty Phone Call: 'তোমার সঙ্গে দেখা করতে চাই...', মোহময়ী গলায় লাস্যময়ীর ফোন! অবিনাশ পৌঁছলেন আলিগড়, তারপর কী ঘটল? হাড়হিম

Last Updated:

Dirty Phone Call: বিহারের বাসিন্দা অবিনাশ কুমার সিং অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অবিনাশ বর্তমানে দিল্লিতে কর্মরত। অবিনাশ জানিয়েছে, সম্প্রতি ফেসবুকে একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়, যে তাঁকে আলিগড়ে আমন্ত্রণ জানিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিগড়ঃ উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এক দম্পতি-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। হানিট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার (গ্রামীণ) অমৃত জৈন জানিয়েছেন, মোহিত (২৪), তাঁর স্ত্রী কবিতা (২২) দু’জনেই বুলন্দশহরের বাসিন্দা এবং অক্ষ চৌধুরি (২৮) আলিগড়ের বাসিন্দা। তারা তিনজনই ফেসবুক থেকে খুঁজে খুঁজে শিকার পাকড়াও করত। কবিতা প্রথমে টার্গেটের সঙ্গে রোম্যান্টিক কথা বলতেন এবং তারপরে তাকে দেখা করার জন্য ডাকতেন। ভুক্তভোগীরা দেখা করার জায়গায় পৌঁছনোর পর তাঁদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হত এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হত।
News18
News18
advertisement

একইসঙ্গে চক্রটি ভুক্তভোগীকে অ্যাপের মাধ্যমে অর্থ স্থানান্তরের জন্য চাপও দিত। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিহারের ভোজপুর জেলার বাসিন্দা অবিনাশ কুমার সিং অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অবিনাশ বর্তমানে দিল্লিতে কর্মরত। অবিনাশ পুলিশকে জানিয়েছে, সম্প্রতি ফেসবুকে একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়, যে তাঁকে আলিগড়ে একটি সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ কোনও বাংলাদেশি ছাড় পাবে না! বাংলাদেশ থেকে বৈধ পথে কারা কলকাতা আসছে? কাদের পাসপোর্ট, ভিসা অবৈধ? খুঁজে বের করবে লালবাজার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অবিনাশ যখন আলিগড়ে পৌঁছন, তখন দু’জন লোক তাঁকে নিতে এসেছিল। এরপরে দু’জন লোক তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছিনতাই করে। এরপর তিনি আত্রাউলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী অবিনাশের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তিনজনকে গ্রেফতার করে। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (৪) প্রতারণা, ৩০৯ (ডাকাতি) এবং ৩১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের জেলে পাঠানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Dirty Phone Call: 'তোমার সঙ্গে দেখা করতে চাই...', মোহময়ী গলায় লাস্যময়ীর ফোন! অবিনাশ পৌঁছলেন আলিগড়, তারপর কী ঘটল? হাড়হিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল