একইসঙ্গে চক্রটি ভুক্তভোগীকে অ্যাপের মাধ্যমে অর্থ স্থানান্তরের জন্য চাপও দিত। তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিহারের ভোজপুর জেলার বাসিন্দা অবিনাশ কুমার সিং অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অবিনাশ বর্তমানে দিল্লিতে কর্মরত। অবিনাশ পুলিশকে জানিয়েছে, সম্প্রতি ফেসবুকে একটি মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়, যে তাঁকে আলিগড়ে একটি সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছিল।
advertisement
অবিনাশ যখন আলিগড়ে পৌঁছন, তখন দু’জন লোক তাঁকে নিতে এসেছিল। এরপরে দু’জন লোক তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছিনতাই করে। এরপর তিনি আত্রাউলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী অবিনাশের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তিনজনকে গ্রেফতার করে। তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮ (৪) প্রতারণা, ৩০৯ (ডাকাতি) এবং ৩১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের জেলে পাঠানো হয়েছে।