ভাইদের প্রতি বোনেদের এই বার্তা সব সময় মুখে বললেও অনেকে শোনেন, আবার অনেকে শোনেন না | তবে ভাইদের সুস্থতা কামনার এই উৎসব পর্বে মিষ্টি মুখেই সেই বার্তা পৌঁছবে এবার ঘরে ঘরে| খবর নিতে গিয়ে দেখা গেল সন্দেশের ওপর হট চকোলেট দিয়ে লেখা থাকবে করোনা সংক্রান্ত সতর্কবার্তা| মিষ্টির দোকানে কর্ণধার অসীম কুমার দাস জানান, "করোনা আবহে সবাই যখন আমরা সুস্থ থাকার লড়াই করছি তাই এই বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতেই এটাই সব থেকে ভালো সময় বলে মনে করলাম এবং তার জন্যই এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়েছে, বিভিন্ন সাইজ ও বিভিন্ন মূল্যে পাওয়া যাবে এই বিশেষ সন্দেশ |"
advertisement
এমনকি ভাইদের জন্য মিষ্টি কিনতে আসা দিদি বোনেরাও খুশি এই মিষ্টি পেয়ে, এক ক্রেতা মৌমিতা ব্যানার্জী জানালেন, করোনা থেকে মুক্তি পেতে ও বাঁচতে সারাদিন বাইরে কাজে কর্মে বেরোনো ভাইদের মুখে বললেও সব সময় তারা শুনছে না তাই আজ আরো একবার সুযোগ এবার ভাইদের সেই হাতে করে খাইয়ে বুঝিয়ে দেব মূল বার্তাটা |