নিহত নারীর নাম পূজা (৩২)। সূত্র অনুযায়ী, তিনি দুই দিন ধরে মৃত বিড়ালটিকে নিজের কাছে রেখেছিলেন, এই আশায় যে সেটি ফিরে আসবে। কিন্তু যখন তার আশা ভঙ্গ হয়, তখন মানসিকভাবে ভেঙে পড়ে তিনি নিজের জীবন শেষ করে দেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড! স্যুটকেসের মধ্যে গুছিয়ে ‘সাজানো’ কংগ্রেস মহিলা কর্মীর দেহ! ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য…
advertisement
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, আমরোহার হাসানপুরের বাসিন্দা পূজা প্রায় আট বছর আগে দিল্লির এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন। তবে দুই বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মায়ের সঙ্গেই থাকছিলেন।
তার আত্মীয়রা জানান, পূজা তার পোষা বিড়ালকে খুব ভালোবাসতেন এবং তার জীবন পুরোপুরি ওই প্রাণীটিকে কেন্দ্র করেই আবর্তিত ছিল।
তার একাকিত্ব কাটানোর জন্য তিনি একটি বিড়াল পালতে শুরু করেন। অনেক বছর ধরে তিনি বিড়ালটির যত্ন নিয়েছিলেন, এবং সেটিই ছিল তার একমাত্র সঙ্গী।
আরও পড়ুন: পাসপোর্টের নিয়মে বিশেষ পরিবর্তন, এখন থেকে ‘এই’ সার্টিফিকেট মাস্ট, জানুন…
কিন্তু বৃহস্পতিবার তার বিড়ালটি মারা যায়। তখন তার মা বিড়ালটিকে কবর দেওয়ার পরামর্শ দিলে পূজা তা প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করতেন, বিড়ালটি আবার জীবিত হয়ে উঠবে।
শনিবার, অর্থাৎ দুই দিন পর, তিনি তাদের বাড়ির তৃতীয় তলার ঘরে নিজেকে বন্ধ করে ফেলেন। পরে তার মা তাকে দেখতে গিয়ে দেখেন যে পূজা ফ্যানের সঙ্গে ঝুলে আছেন, আর তার পাশে মৃত বিড়ালটি শুয়ে রয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে।