TRENDING:

ইদে যুবতীকে কোলাকুলি করতে শপিং মলে যুবকদের লাইন, ভাইরাল ভিডিও

Last Updated:

মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা ৷ সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড় ৷ তবে, সিনেমা দেখার ভিড় নয় ৷ এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন সকলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা ৷ সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড় ৷ তবে, সিনেমা দেখার ভিড় নয় ৷ এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন সকলে ৷ আর সেই ভিডিওটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

ঘটনা হল, গত শনিবার ইদ উপলক্ষ্যে পরিবার পরিজন নিয়ে সকলে ভিড় জমিয়েছিলেন শপিং মলের সামনে ৷ সেই ভিড়ের মাঝেই আচমকা এক যুবতীকে দেখে চমকে যান সকলে ৷ কারণ ছেলেদেরকে ‘হাগ’ করে ইদের শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি ৷ তবে, কে সেই যুবতী ? কেন এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি ? এই সমস্ত প্রশ্নের উত্তর কারোওর কাছেই ছিল না ৷ যুবতীর এহেন আজব কাণ্ড দেখতেই এদিন উৎসুখ জনতার ভিড় উপচে পড়ে শপিং মলের সামনে ৷ কেউ ভিডিও করতে ব্যস্ত আবার কেউ যুবতীকে জড়িয়ে ধরতে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলেন তার কাছে ৷ তবে, তরুণী একাই নন ৷ তাঁর সঙ্গে ছিলেন তাদের বান্ধবীরাও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এই ঘটনা প্রসঙ্গে ওয়েভ সিনেমার ম্যানেজার বলেন, শনিবার বিকেলেই আচমকাই ভিড় জমতে শুরু করে শপিং মলের সামনে ৷ তখনই ওই তরুণীর হাগ করার কথা জানতে পারেন তিনি ৷ তবে, ওই তরুণী কে ? সেই বিষয়টি সম্পর্কে এখনও কোনও তথ্য পাননি তিনি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ইদে যুবতীকে কোলাকুলি করতে শপিং মলে যুবকদের লাইন, ভাইরাল ভিডিও