TRENDING:

Mehul Choksi: চোকসিকে দেশে ফেরাতে ডমিনিকায় ৮ জনের বিশেষ দল পাঠাল ভারত, কারা রয়েছেন তাতে?

Last Updated:

গত ২৮ মে ডমিনিকা পৌঁছে গিয়েছে এই বিশেষ দল৷ জানা গিয়েছে, ডমিনিকার আদালতে ইডি প্রথমে প্রমাণ করার চেষ্টা করবে যে মেহুল চোকসি (Mehul Choksi) একজন ভারতীয় নাগরিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ডমিনিকা থেকে মেহুল চোকসিকে দেশে ফেরানোর সুযোগ হাতছাড়া করতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ ইতিমধ্যেই ডমিনিকা পৌঁছে গিয়েছে বিদেশমন্ত্রক, ইডি, সিবিআই এবং সিআরপিএফ-এর সদস্যদের নিয়ে গঠিত মোট ৮ জনের বিশেষ দল৷ আর এই দলেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সারদা রাউত৷ যিনি সিবিআই-এর ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত তদন্ত শাখার প্রধান৷ মেহুল চোকসি এবং তাঁর আত্মীয় নীরব মোদির বিরুদ্ধে ভুয়ো তথ্য দেখিয়ে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মোট ১৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে৷
advertisement

গত ২৮ মে ডমিনিকা পৌঁছে গিয়েছে এই বিশেষ দল৷ জানা গিয়েছে, ডমিনিকার আদালতে ইডি প্রথমে প্রমাণ করার চেষ্টা করবে যে মেহুল চোকসি একজন ভারতীয় নাগরিক৷ তার বিরুদ্ধে কী কী গুরুতর অভিযোগ রয়েছে, তাও আদালতকে জানানো হবে ভারতীয় তদন্তকারী সংস্থার তরফে৷

কয়েকদিন আগেই অ্যান্টিগা থেকে ডমিনিকা পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চোকসির বিরুদ্ধে৷ এর পর দ্বীপরাষ্ট্রের পুলিশের হাতেই ধরা পড়ে যান পলাতক হিরে ব্যবসায়ী৷ এর পর থেকেই চোকসিকে দেশে ফেরাতে তৎপর হয় দিল্লি৷ কাতার থেকে আসা একটি চার্টার্ড বিমানে করে ডমিনিকার উদ্দেশ্যে রওনা দেয় আট সদস্যের বিশেষ এই দলটি৷ বিদেশমন্ত্রক, ইডি, সিবিআই-এর দু' জন করে আধিকারিক ছাড়াও সিআরপিএফ-এর দুই কম্যান্ডোকে ডমিনিকায় পাঠানো হয়েছে৷ কেন্দ্রীয় সরকারি সূত্রের দাবি, টেকনিক্যাল কারণেই অন্য একটি দেশের বিমান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, চোকসিকে দেশে ফেরানোর জন্য সবার প্রথমে তিনি যে ভারতীয় নাগরিক তা প্রমাণ করতে হবে৷ পাশাপাশি চোকসির বিরুদ্ধে চলা সমস্ত মামলার কাগজপত্রও সঙ্গে নিয়ে গিয়েছেন ওই বিশেষ দলে থাকা আধিকারিকরা৷ ভবিষ্যতে যদি ভারতকেও এই মামলায় ডমিনিকার আদালত অন্তর্ভুক্ত করতে চায়, তার জন্যও প্রয়োজনীয় সমস্ত তথ্য নিয়ে যাওয়া হয়েছে৷ ডমিনিকায় গ্রেফতার হওয়ার পর তাঁর উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেছেন চোকসি৷ চোখের তলায় কালশিটে পড়া অবস্থায় গরাদে থাকার চোকসির একটি ছবিও সামনে আসে৷ যদিও ভারত সরকারের ওই শীর্ষ আধিকারিকের দাবি, চোকসি কৌশলে বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ যদিও তাঁর এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ভারত সরকারের৷

advertisement

ইতিমধ্যেই অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন স্বীকার করে নিয়েছেন, ডমিনিকায় ভারত থেকে একটি চাটার্ড বিমান পৌঁছেছে৷ চোকসিকে দেশে ফেরাতে ভারত সরকারও যে সর্বাত্মক চেষ্টা শুরু করেছে, তাও স্বীকার করে নিয়েছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী৷

এনডিটিভি-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এই চাটার্ড বিমানেই চোকসিকে ভারতে ফিরিয়ে আনা হবে৷ আর ভারতে পা দেওয়া মাত্র তাঁকে গ্রেফতার করা হবে৷ যদিও এসবই অনেক যদি এবং কিন্তুর উপরে নির্ভর করছে৷ ভারত সরকার সূত্রে জানা গিয়েছে, ডমিনিকা হয়ে কিউবায় গা ঢাকা দেওয়ার সময়ই ধরা পড়ে যান ৬২ বছরের চোকসি৷ যদিও ডমিনিকার আদালতে তাঁর আইনজীবী বিষয়টি সম্পূর্ণ অন্যরকম ভাবে উপস্থাপন করছেন৷ চোকসির আইনজীবীর দাবি, চোকসি এখন আর ভারতীয় নাগরিক নন৷ ফলে তাঁকে ভারতে প্রত্যার্পণের প্রশ্নও ওঠে না৷ শুধু তাই নয়, চোকসিকে জোর করে ডমিনিকায় নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি৷ যে অভিযোগকে কেন্দ্র করে ডমিনিকায় যথেষ্ট শোরগোল শুরু হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা চোকসিকে ডমিনিকা থেকে ভারতে ফেরানোর পক্ষপাতী৷ আগামিকাল বুধবার ডমিনিকার আদালতে চোকসির মামলার শুনানি রয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mehul Choksi: চোকসিকে দেশে ফেরাতে ডমিনিকায় ৮ জনের বিশেষ দল পাঠাল ভারত, কারা রয়েছেন তাতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল