TRENDING:

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

Last Updated:

জম্মু-কাশ্মীরে মেহবুবা সরকারের পতন ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মেহবুবা মুফতি ৷ ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুফতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে মেহবুবা সরকারের পতন ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন মেহবুবা মুফতি ৷ ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুফতি ৷ সংঘর্ষবিরতি চুক্তি নিয়ে সংঘর্ষের জেরেই জোট ভাঙনের সিদ্ধান্ত বিজেপির ৷ এমনটাই মত পর্যবেক্ষকদের ৷ মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন মুফতি ৷
advertisement

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন

তিন বছর ছিল বিজেপি-পিডিপি সরকার ৷ মঙ্গলবার রাজ্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। যার পরেই জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে বিজেপি। উপত্যকায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের পরের দিনই সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। জম্মু ও কাশ্মীরের জোট সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার পরেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি । রাজ্যপালের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মুফতি ।

advertisement

বিজেপির দাবি, জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলেছে ৷ যার জেরে সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বিজেপি ৷ কিন্তু বিজেপির এই সিদ্ধান্ত নিয়েই বিরোধ বাঁধে বিজেপি এবং পিডিপি-র মধ্যে ৷ বিজেপির বক্তব্য, পিডিপি-র সঙ্গে মতবিরোধের জেরে উপত্যকার শান্তি ব্যহত হচ্ছে ৷ এমনকি, উন্নয়নও থমকে গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, জোট টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম ৷ সহ্যের সীমা ছাড়িয়েছে পিডিপি ৷ পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গিয়েছে ৷ পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি