৫ অগাস্ট ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা খারিজ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। এরপরই গ্রেফতার করা হয় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাকে। দু' জনকেই
রাখা হয়েছিল হরি নিবাস নামে শ্রীনগরের একটি সরকারি অতিথিশালায়। এবং ২০ সেপ্টেম্বর থেকে মেহবুবার মেয়ে ইল্তিজা তার ট্যুইটার অ্যাকাউন্ট চালাচ্ছে ৷
advertisement
এদিন ট্যুইটে ইল্তিজা গত ছ’মাসে তার মা কীভাবে বন্দি হিসেবে দিন কাটিয়েছেন সেই বিষয়ে জানিয়েছে ৷ তিনি জানান,‘আমি ওই সপ্তাহ কখনও ভুলতে পারব না যখন আমার মাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় ৷ এরপর বেশ কয়েকদিন বিপর্যস্ত অবস্থায় ছিলাম ৷ এরপর যে টিফিন বক্সে বাড়ি থেকে খাওয়ার পাঠানো হত তার ভিতর একটি চিঠি পেয়েছিলাম ৷ রুটির মধ্যে চিঠি মুড়িয়ে পাঠানো হয়েছিল ৷
তিনি আরও ট্যুইটে লিখেছেন যে কাশ্মীরে এখনও পর্যন্ত রাজনৈতিক নেতাদের অবৈধ ভাবে জেলে রাখা হয়েছে ৷ এটি একটি খারাপ স্বপ্নের মতো ৷ সরকার মানুষের আওয়াজ আটকানোর চেষ্টা করছে ৷