TRENDING:

Raja Raghuvanshi Murder Update: সিগন্যাল দেয় সোনম, জোড়া দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিন খুনি! রাজা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ

Last Updated:

পূর্ব খাসি অঞ্চলের পুলিশ সুপার বিবেক সিইয়েম জানিয়েছেন, সোনম আগেই অপরাধের কথা স্বীকার করেছে৷ ঘটনার পর সোনমই নিজের মোবাইল ফোন নষ্ট করে ফেলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করল মেঘালয় পুলিশ৷ এ দিন রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ধৃত তাঁর স্ত্রী সোনম, সোনমের প্রেমিক রাজ কুশাওয়া এবং তিন জন ভাড়াটে খুনিকে নিয়ে পূর্ব খাসি পাহাড়ি এলাকার ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে সেই ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ এখানেই রাজাকে খুন করে খাদে ফেলে দেওয়া হয়৷
রাজাকে খুনের সিগন্যাল দেয় সোনমই?
রাজাকে খুনের সিগন্যাল দেয় সোনমই?
advertisement

পুনর্নির্মাণ করতে গিয়েই এ দিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তদন্তকারীরা৷ ধৃতরা জানায়, একটি নয়, রাজাকে খুনে দুটি দা ব্যবহার করা হয়েছিল৷ ইতিমধ্যেই একটি দায়ের খোঁজ মিলেছে৷ খুনে ব্যবহৃত দ্বিতীয় অস্ত্রটিরও খোঁজ শুরু করেছে পুলিশ৷

ঘটনার দিন যে সময়ে রাজাকে খুন করা হয়, এ দিনও সেরকম সময়ই ধৃত পাঁচজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ নৈস্বর্গিক দৃশ্যে ঘেরা পাহাড়ি ওই এলাকায় রাজাকে হত্যার সময় সোনম এবং বাকি খুনিরা কে কোথায় দাঁড়িয়ে ছিল, কীভাবে রাজাকে নৃশংস ভাবে হত্যা করা হয়৷ পুনর্নির্মাণের সময় তা সবই খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা৷ তবে শুধু খুনের ওই ঘটনাস্থল নয়, তার আগে রাজা, সোনম এবং তাঁদের অনুসরণ করে খুনিরা যে যে জায়গায় গিয়েছিল, এ দিন সেই সবকটি জায়গায় ধৃতদের নিয়ে গিয়ে ঘটনাক্রম সাজায় পুলিশ৷

advertisement

পুলিশ জানিয়েছে, সোনম সিগন্যাল দেওয়ার পর বিশাল নামে এক ভাড়াটে খুনি প্রথমে রাজার শরীরে দায়ের কোপ বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রাজা৷ এর পর বাকিরাও রক্তাক্ত রাজার উপরে ঝাঁপিয়ে পড়ে৷ দুটি দা দিয়েই তাঁকে একাধিকবার আঘাত করা হয়৷ এর সবটাই ঘটে রাজার স্ত্রী সোনমের সামনে৷ রাজার দেহ যে খাদে ফেলে দেওয়া হয়, সেখানেই নিজের রক্তে ভেজা জামা খুলে ফেলে দেয় আকাস নামে আর এক খুনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পূর্ব খাসি অঞ্চলের পুলিশ সুপার বিবেক সিইয়েম জানিয়েছেন, সোনম আগেই অপরাধের কথা স্বীকার করেছে৷ ঘটনার পর সোনমই নিজের মোবাইল ফোন নষ্ট করে ফেলে৷ যেহেতু ওই জায়গাটি নির্জন থাকে, তাই খুনের জন্য জলপ্রপাত সংলগ্ন ওই এলাকাই বেছে নেওয়া হয় বলে দাবি পুলিশের৷ তদন্তকারীদের দাবি, গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: সিগন্যাল দেয় সোনম, জোড়া দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিন খুনি! রাজা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল