পুনর্নির্মাণ করতে গিয়েই এ দিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তদন্তকারীরা৷ ধৃতরা জানায়, একটি নয়, রাজাকে খুনে দুটি দা ব্যবহার করা হয়েছিল৷ ইতিমধ্যেই একটি দায়ের খোঁজ মিলেছে৷ খুনে ব্যবহৃত দ্বিতীয় অস্ত্রটিরও খোঁজ শুরু করেছে পুলিশ৷
ঘটনার দিন যে সময়ে রাজাকে খুন করা হয়, এ দিনও সেরকম সময়ই ধৃত পাঁচজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ নৈস্বর্গিক দৃশ্যে ঘেরা পাহাড়ি ওই এলাকায় রাজাকে হত্যার সময় সোনম এবং বাকি খুনিরা কে কোথায় দাঁড়িয়ে ছিল, কীভাবে রাজাকে নৃশংস ভাবে হত্যা করা হয়৷ পুনর্নির্মাণের সময় তা সবই খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা৷ তবে শুধু খুনের ওই ঘটনাস্থল নয়, তার আগে রাজা, সোনম এবং তাঁদের অনুসরণ করে খুনিরা যে যে জায়গায় গিয়েছিল, এ দিন সেই সবকটি জায়গায় ধৃতদের নিয়ে গিয়ে ঘটনাক্রম সাজায় পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, সোনম সিগন্যাল দেওয়ার পর বিশাল নামে এক ভাড়াটে খুনি প্রথমে রাজার শরীরে দায়ের কোপ বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রাজা৷ এর পর বাকিরাও রক্তাক্ত রাজার উপরে ঝাঁপিয়ে পড়ে৷ দুটি দা দিয়েই তাঁকে একাধিকবার আঘাত করা হয়৷ এর সবটাই ঘটে রাজার স্ত্রী সোনমের সামনে৷ রাজার দেহ যে খাদে ফেলে দেওয়া হয়, সেখানেই নিজের রক্তে ভেজা জামা খুলে ফেলে দেয় আকাস নামে আর এক খুনি৷
পূর্ব খাসি অঞ্চলের পুলিশ সুপার বিবেক সিইয়েম জানিয়েছেন, সোনম আগেই অপরাধের কথা স্বীকার করেছে৷ ঘটনার পর সোনমই নিজের মোবাইল ফোন নষ্ট করে ফেলে৷ যেহেতু ওই জায়গাটি নির্জন থাকে, তাই খুনের জন্য জলপ্রপাত সংলগ্ন ওই এলাকাই বেছে নেওয়া হয় বলে দাবি পুলিশের৷ তদন্তকারীদের দাবি, গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল৷