TRENDING:

Meghalaya Couple Missing Update: উদ্ধার স্বামীর দেহ, এখনও নিখোঁজ স্ত্রী! মেঘালয়ে হনিমুনে গিয়ে সর্বনাশই হল ইনদওরের দম্পতির?

Last Updated:

রাজা রঘুবংশীর পরিবার পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত৷ গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়৷ ২০ মে মেঘালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক সপ্তাহেরও বেশি নিখোঁজ থাকার পর অবশেষে মেঘালয়ে উদ্ধার হল মধ্যপ্রদেশের দম্পতির মধ্যে একজনের সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, সোমবারই রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ইতিমধ্যেই সেই দেহ চিহ্নিত করেছেন মৃতের ভাই বিপিন রঘুবংশী৷ এখনও নিখোঁজ রাজার স্ত্রী সোনম৷
ইন্দৌরের নিখোঁজ দম্পতি সোনম এবং রাজা৷
ইন্দৌরের নিখোঁজ দম্পতি সোনম এবং রাজা৷
advertisement

মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনম বিয়ের পর গত ২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমা কাটাতে রওনা দিয়েছিলেন৷ গত ২৩ মে চেরাপুঞ্জিতে বেড়াতে যাওয়ার পরই ওই দম্পতি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ৷ তাঁদের ব্যাগ, ভাড়া করা স্কুটি তল্লাশিতে উদ্ধার হলেও সোনম অথবা রাজার খোঁজ মিলছিল না৷

ইনদওরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশকুমার ত্রিপাঠী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, মেঘালয় পুলিশ সোমবার রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করে ৷ রাজার ভাই বিপিন রঘুবংশী দাদার দেহ শনাক্ত করেছেন৷ যদিও কবে অথবা কীভাবে রাজার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরই জানা যাবে৷

advertisement

রাজা রঘুবংশীর পরিবার পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত৷ গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়৷ ২০ মে মেঘালয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ওই দম্পতি নিখোঁজ হওয়ার পর তাঁদের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, সম্ভবত রাজা এবং সোনমকে অপহরণ করা হয়েছে৷ দম্পতিকে উদ্ধার করতে সেনার সাহায্য নেওয়ারও দাবি জানিয়েছিল রাজা এবং সোনমের পরিবার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Couple Missing Update: উদ্ধার স্বামীর দেহ, এখনও নিখোঁজ স্ত্রী! মেঘালয়ে হনিমুনে গিয়ে সর্বনাশই হল ইনদওরের দম্পতির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল