TRENDING:

Manipur Elections 2022: এবার মণিপুরেও সরকার গড়বে এনপিপি, দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার

Last Updated:

অতীতে বিজেপি-র জোটসঙ্গী ছিল এনপিপি৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে সেই বিজেপি-র বিরুদ্ধেই লড়ছে কনরাড সাংমার দল (Manipur Assembly Elections 2022)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইম্ফল: মণিপুরে (Manipur Assembly Elections 2022) সরকার গঠনে শুধু মুখ্য ভূমিকা নেওয়া নয়, এবার একার কৃতিত্বেই ক্ষমতায় আসতে পারবে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি৷ এমনই দাবি করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি প্রধান কনরাড সাংমা (Conrad Sangma)৷
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা৷
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা৷
advertisement

সম্প্রতি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক মুকুল সাংমার নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ কনরাড সাংমার দাবি, তৃণমূলে যোগ দেওয়া বেশ কয়েকজন বিধায়কও এনপিপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন৷

আরও পড়ুন: রাহুল গান্ধি দেশের ইতিহাস জানেন না, চিনা প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে ভুল করেছেন, তীব্র আক্রমণ অমিত শাহের

advertisement

অতীতে বিজেপি-র জোটসঙ্গী ছিল এনপিপি৷ কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মণিপুরে সেই বিজেপি-র বিরুদ্ধেই লড়ছে কনরাড সাংমার দল৷ কনরাড সাংমা দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনেও ভোটের আগে কোনও জোটে যায়নি এনপিপি৷ ভোটের ফল বেরনোর পরই পরিস্থিতি অনুযায়ী বিজেপি-র সঙ্গে জোট গড়েছিলেন তারা৷ এবারেও ১০ মার্চ ফল ঘোষণার পরই যে এনপিপি ভবিষ্যৎ রণকৌশল ঠিক করবে, তা স্পষ্ট করে দিয়েছেন এনপিপি প্রধান৷

advertisement

কনরাড সাংমার অভিযোগ, এবারের মণিপুরের নির্বাচন হিংসাত্মক হয়ে উঠছে৷ তাঁদের প্রার্থীদের উপরে হামলাও হচ্ছে৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে নিজেদের প্রার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছে এনপিপি৷

আরও পড়ুন: বিজেপি-র আমলেই দেশ নিরাপদ, কোথায় এগিয়ে আদিত্যনাথ, বড় দাবি অমিত শাহের

মণিপুরের ৩৯টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে এনপিপি৷ কনরাড সাংমার দলকে কালো ঘোড়া বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রীরও দাবি, প্রচারে তারা যে ধরনের সাড়া পাচ্ছেন, তাতে এবার মণিপুরে এনপিপি-ই একক বৃহত্তম দল হিসেবে উঠে আসবে৷ তবে পরিস্থিতি অনুযায়ী যে তিনি ফের বিজেপি-র সঙ্গে মণিপুরেও হাত মেলাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

মেঘালয়ের মুখ্যমন্ত্রীর দাবি, যেভাবে মুকুল সাংমা তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাতে মেঘালয়ের বিরোধী শিবির দুর্বল হয়েছে৷ কনরাড সাংমার অবশ্য দাবি, ইতিমধ্যেই মুকুল সাংমার মেয়ের এলাকা থেকে এক তৃণমূল নেতা এনপিপি-তে যোগ দিয়েছেন৷ তৃণমূলে যোগ দেওয়া আরও বেশ কয়েকজন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Elections 2022: এবার মণিপুরেও সরকার গড়বে এনপিপি, দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল