এমন ভয়াবহ বন্যা বহুদিন দেখেনি দেশ ৷ ভেসে যাচ্ছে কেরল ৷ এখনও পর্যন্ত বন্যায় মৃত ৩৬০ জন ৷ আটকে রয়েছেন হাজার হাজার মানুষ ৷ জোরকদমে চলছে ত্রাণকাজ ৷ অন্তত একটাও যদি বেশি মানুষকে বাঁচানো যায়, এই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷ আসরে নেমেছে সেনাও ৷ বলিউড থেকে দেশের সাধারণ মানুষ... সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই ৷
advertisement
আরও পড়ুন: কেরলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০, আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস ?
বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও ৷ স্থানীয় বাসিন্দারাও নেমে পড়ছেন উদ্ধার কাজে ৷ এমনই দৃষ্টান্ত তৈরি করলেন মৎসজীবী জয়সয়াল কেপি ৷ শনিবার এমন দৃশ্য দেখা গেল কেরলের ভেঙ্গারার মুথালামাদ এলাকায় ৷ সে সময় লাইফ বোটে ওঠানো হচ্ছিল বন্যা দুর্গতদের ৷ কিন্তু ওই এলাকায় জল বেশি থাকায় নৌকায় উঠতে সমস্যা হচ্ছিল মহিলাদের ৷ উপায় বের করে ফেলেন জয়সয়াল ৷ কিছুমাত্র না ভেবে নৌকার সামনে হামাগুড়ি দেওয়ার মতো করে বসে পড়েন তিনি ৷ তাঁর পিঠে পা দিয়ে সহজেই নৌকায় ওঠেন সকলে ৷
এমনকী মনুষ্যত্বের কাছে হার মানল ধর্মের মধ্যে মোটা দাগের বিভেদও ৷ গোটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ প্রকৃত এক সৈনিককে স্যালুট জানাতে ভোলেননি দেশবাসী ৷