TRENDING:

Meerut Murder Case New Video: স্বামীকে খুনের ১১ দিনের মাথায় মানালিতে গিয়ে হোলি খেলা! মুসকান ও তার প্রেমিকের নয়া কীর্তি ফাঁস

Last Updated:

এবার মানালিতে মুসকান এবং প্রেমিক সাহিলের নতুন একটি ভিডিও সামনে এসেছে৷ মুসকান এবং সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, ৪ মার্চ তারা সৌরভকে হত্যা করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেরঠ: স্বামীকে খুন করে দেহ টুকরো টুকরো করে বাড়িতে ড্রামের মধ্যে ভরে রাখা৷ তার পর প্রেমিককে নিয়ে সোজা মানালিতে গিয়ে হোলি উদযাপন৷ যত সময় যাচ্ছে মেরঠের নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের স্ত্রী মুসকানের নিষ্ঠুর আচরণে হতভম্ব হয়ে যাচ্ছে গোটা দেশ৷
মানালিতে গিয়ে এভাবেই হাসিমুখে হোলি খেলে মুসকান ও সাহিল৷
মানালিতে গিয়ে এভাবেই হাসিমুখে হোলি খেলে মুসকান ও সাহিল৷
advertisement

এবার মানালিতে মুসকান এবং প্রেমিক সাহিলের নতুন একটি ভিডিও সামনে এসেছে৷ মুসকান এবং সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, ৪ মার্চ তারা সৌরভকে হত্যা করে৷ এর ঠিক এগারো দিনের মাথায় ১৫ মার্চ ছিল হোলি৷ নতুন এই ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, রংয়ে মাখামাখি হয়ে হাসিমুখে মানালিতে হোলি উদযাপন করছে মুসকান এবং সাহিল৷

advertisement

আরও পড়ুন: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

হাসিমুখে ভিডিও করে সেই ছবি ধরে রেখেছে দু জনে৷ তাদের দেখলে কে বলবে, কয়েকদিন আগেই নৃশংস ভাবে সৌরভকে খুন করে দেহ টুকরো টুকরো করেছে দু জনে৷ অনুশোচনা বা উদ্বেগ, কোনওটাই তাদের মধ্যে ধরা পড়েনি৷ সাহিলকে দেখেই বোঝা যাচ্ছে সে কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছে৷ রং মাখা অবস্থায় পরস্পরের গালে গাল ঘষে আর পাঁচজন যুগলের মতোই হোলি উদযাপনে মাতে মুসকান ও সাহিল৷

advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভকে খুনের পর সিমলা এবং মানালি ঘুরতে চলে যায় দুই অভিযুক্ত৷ সেখানে মুসকানের বরফ খেলার ছবিও সামনে এসেছে৷ মানালিতে বেড়াতে গিয়েই সেখানকার ছবি তুলে সৌরভের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে পোস্টও করে মুসকান৷ সৌরভের পরিবার এবং পরিচিতদের বিভ্রান্ত করতেই এই ছক কষে সে৷ যাতে সবাই ভাবে সৌরভ মানালিতে আছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

যদিও মুসকান এবং সাহিলের এই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি৷ মানালি থেকে ফেরার পরই সৌরভের হত্যাকাণ্ডের ঘটনা ফাঁস হয়ে যায়৷ মুসকান এবং সাহিল, দু জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷ আপাতত তাদের ঠিকানা হয়েছে জেলে৷ দু জনেরই চরম শাস্তির দাবি উঠেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Case New Video: স্বামীকে খুনের ১১ দিনের মাথায় মানালিতে গিয়ে হোলি খেলা! মুসকান ও তার প্রেমিকের নয়া কীর্তি ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল