এ দিনই মায়াবতীর দলের কয়েকজন বিধায়ক সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেন৷ আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে এই বিধায়করা অখিলেশের দলে নাম লেখাতে আগ্রহী বলেই খবর৷ যদিও মায়াবতীর দলের সব বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিতে আগ্রহী নন বলেই খবর৷ সেই কারণেই বিধানসভার মধ্যে তাঁরা পৃথক দলের মর্যাদা চাইছেন৷ উত্তর প্রদেশ বিধানসভায় বিএসপি-র ১৮ জন বিধায়ক ছিল৷ তাঁদের মধ্যে ৯ জনকে গত বছর সাসপেন্ড করা হয়৷
advertisement
উত্তর প্রদেশের রাজনীতিতে অনগ্রসর শ্রেণির দুই জনপ্রিয় নেতা লালজি ভার্মা এবং রাম আঁচল রাজভর দল ছাড়ায় বড় ধাক্কা খেয়েছেন মায়াবতী৷ এই দুই নেতাই বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন৷
গত বছর পাঁচ বিএসপি বিধায়ক আসলাম চৌধুরী, আসলাম রাইনি, মুজতাবা সিদ্দিকি, হাকাম লাল বিন্দ এবং গোবিন্দ যাতব সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন৷ ২০১৯-এ যাদের সঙ্গে জোট বেঁধেছিলেন, সেই সমাজবাদী পার্টির থেকে তখনই প্রথম ধাক্কা খেয়েছিলেন মায়াবতী৷
বিএসপি বিধায়ক উমা শঙ্কর সিং অভিযোগ করেছিলেন, আর্থিক প্রলোভন দেখিয়েই ওই বিধায়কদের নিজেদের দলে টেনেছে সমাজবাদী পার্টি৷