TRENDING:

এ বার পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি, মায়ার সঙ্গে বৈঠকের পর ট্যুইট অখিলেশের

Last Updated:

News18-IPSOS এগজিট পোলে সপা-বসপা জোট উত্তরপ্রদেশে ১৭ থেকে ১৮টি আসন পাচ্ছে৷ কিন্তু এগজিট পোল যা-ই বলুক, বিরোধীরা আগামী রণনীতি তৈরির কাজ শুরু করে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: সব কটি বুথ ফেরত সমীক্ষার ফলেই বিরোধীদের পিছনে ফেলে কয়েক যোজন এ গিয়ে বিজেপি-র নেতৃত্বাধানী এনডিএ৷ উত্তরপ্রদেশে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে৷ News18-IPSOS এগজিট পোলে সপা-বসপা জোট উত্তরপ্রদেশে ১৭ থেকে ১৮টি আসন পাচ্ছে৷ কিন্তু এগজিট পোল যা-ই বলুক, বিরোধীরা আগামী রণনীতি তৈরির কাজ শুরু করে দিয়েছে৷
advertisement

সোমবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব দেখা করলেন বসপা সুপ্রিমো মায়াবতী৷ লখনৌয়ে অখিলেশের বাড়িতে বৈঠক করেন 'বুয়া-বাবুয়া'৷ এ দিন সকালে অখিলেশ ফোন করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ফোনে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে বসপা-সপা জোট পাচ্ছে অন্তত ৫০টি আসন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

মায়াবতীর সঙ্গে বৈঠকের পর দু জনের একটি ছবি ট্যুইটারে পোস্টও করেন অখিলেশ৷ পোস্টে তিনি লেখেন, 'অব অগল কদম কি তৈয়ারি৷'

বাংলা খবর/ খবর/দেশ/
এ বার পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি, মায়ার সঙ্গে বৈঠকের পর ট্যুইট অখিলেশের