রাজস্থানে রাজনৈতিক নাটকের মধ্যেই কংগ্রেস নতুন ধাক্কা দিয়েছে বিএসপি৷ তাদের যে ছয় বিধায়ক গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসে যোগদান করেছিলেন, তাঁদের বিধায়ক পদ খারিজ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিএসপি৷ মায়াবতী জানিয়েছেন, তাঁর দল অনেকদিন আগেই আদালতে যেতে পারত, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল৷
মায়াবতী বলেন, 'রাজস্থানে নির্বাচনের পর বিএসপি-র ছ' জন বিধায়কই কংগ্রেস সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছিলেন৷ কিন্তু অসাংবিধানিক ভাবে বিএসপি-র ক্ষতি করার জন্য তিনি এই ৬ বিধায়ককে অশোক গেহলট দলে টেনে নেন৷ এর আগের বার মুখ্যমন্ত্রী থাকাকালীনও অশোক গেহলট একই কাজ করেছিলেন৷' রীতিমতো হুঁশিয়ারির সুরে মায়াবতী জানিয়েছেন, তাঁরা এবার আর এই বিষয়টি ছাড়বেন না৷ প্রয়োজনে বিষয়টি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টেও যাবেন৷
advertisement
মায়াবতী জানিয়েছেন, রাজস্থানে সরকারের শক্তি পরীক্ষায় আস্থা ভোট হলে ওই ছয় বিধায়ককেই অশোক গেহলট সরকারের বিপক্ষে ভোট দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যথায় তাঁদের দলীয় সদস্যপদ বাতিল করা হবে৷ বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এক বিধায়ক লক্ষ্মণ সিং অবশ্য পাল্টা দাবি করেছেন, বিজেপি-র চাপেই এখন তাঁদেরকে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে বলছে বিএসপি নেতৃত্ব৷
রাজস্থানে এই মুহূর্তে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে৷ কংগ্রেসের অভিযোগ, রাজস্থানে সরকার ফেলে দেওয়ার জন্য চক্রান্ত করছে বিজেপি৷