TRENDING:

২০ লক্ষ টাকা নিয়ে নিন, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দিন: মথুরা সংঘর্ষে মৃত SP-র মা

Last Updated:

স্বাধীন ভারত আন্দোলনের নামে পুলিশ-জবরদখলকারী সংঘর্ষে মথুরার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। শুক্রবারও দখলদারদের হঠাতে মথুরার জহর বাগে অভিযান শুরু করতে পারল না প্রশাসন। উল্টে জহর বাগের বাইরে সংগঠনের পতাকা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। মথুরার পরিস্থিতিতি নিয়ে এদিনই স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেয় অখিলেশ যাদব প্রশাসন। গত ৪৮ ঘণ্টায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে এসপি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরা: স্বাধীন ভারত আন্দোলনের নামে পুলিশ-জবরদখলকারী সংঘর্ষে মথুরার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। শুক্রবারও দখলদারদের হঠাতে মথুরার জহর বাগে অভিযান শুরু করতে পারল না প্রশাসন। উল্টে জহর বাগের বাইরে সংগঠনের পতাকা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। মথুরার পরিস্থিতিতি নিয়ে এদিনই স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেয় অখিলেশ যাদব প্রশাসন। গত ৪৮ ঘণ্টায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে এসপি সহ ২৪ জনের মৃত্যু হয়েছে।
advertisement

শুক্রবার নিহতের পরিবারের জন্য ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার ৷ কিন্তু সরকারের দেওয়া ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নিহত এসপি মুকুল দ্বিবেদীর মা ৷  ছেলের মৃত্যুতে শোকার্ত মা জানান, তার কোনও টাকা চায় না ৷ সে শুধু তাঁর ছেলেকে ফিরে পেতে চায় ৷

পুলিশ-জবরদখলকারী সংঘর্ষে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে SP মুকুল দ্বিবেদী ও SHO সন্তোষ যাদবের ৷

advertisement

সন্তানহারা মা জানান, ‘মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে ২০ লক্ষ টাকা নিতে পারে ৷ কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দিন ৷ ওরা আমমার ছেলেকে মথুরায় পাঠিয়েছিল যাতে সে মারা যায় ৷’

মথুরা সংঘর্ষে দফায় দফায় মৃত্যু হয়েছে পুলিশ সুপার সহ বেশ কয়েকজনের । মথুরার পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পরিস্থি্তি নিয়ন্ত্রণে আপাতত বন্ধ থাকছে উচ্ছেদ-অভিযানও। ঘটনা নিয়ে শুক্রবার কেন্দ্রের তরফে রিপোর্টও তলব করা হয়।

advertisement

মথুরার জহর বাগে জবর দখলকারী -পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকেন আন্দোলনকারীরা। সেখানেই মৃত্যু হয় এসপি মুকুল দ্বিবেদী সহ ৫ পুলিশকর্মীর। পরে পুলিশের পাল্টা গুলি তার জেরে শুরু হয় দু-পক্ষের সংঘর্ষ। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ২৪ ছুঁয়েছে।

রাজ্য প্রশাসনের অভিযোগ, অবাস্তব কিছু দাবি করে জওহর বাগের জমি কব্জা করে রাখার ছক কষেছিল আন্দোলনকারীরা। পুলিশকে তারা যে দাবি পাঠায় তাতেই সেই অভিসন্ধি স্পষ্ট। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন বাতিল, ১ টাকায় ৬০ লিটার পেট্রোল বিক্রির মতো দাবি পূরণে সরব হয় তারা। যা খারিজ করাতেই শুরু হয় সংঘর্ষ।

advertisement

অখিলেশ প্রশাসন সূত্রে খবর, অভিযান স্থগি্ত থাকলেও জবরদখলকারীদের উচ্ছেদ করা হবেই। আপাতত তার জন্য কিছুটা সময় চাইছে প্রশাসন।

এখনও পর্যন্ত ঘটনায় ৩৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১৭৮ কার্তুজ, ৬ রাইফেল, তার সঙ্গে প্রচুর পরিমানে পিস্তল।

বাংলা খবর/ খবর/দেশ/
২০ লক্ষ টাকা নিয়ে নিন, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দিন: মথুরা সংঘর্ষে মৃত SP-র মা