TRENDING:

রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী

Last Updated:

ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরা: বৃহস্পতিবার থেকেই পুলিশ ও দখলদারদের সংঘর্ষে উত্তপ্ত উত্তর প্রদেশের মথুরা ৷ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৪ জন ৷ এর মাঝে ট্যুইটারে নিজের আগামী সিনেমার শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছে মথুরার বিজেপি সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীকে ৷
advertisement

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার বদলে, টুইটে নিজের সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন হেমা মালিনী ৷

এদিন ট্যুইটারে নিজের আগামী ছবির তাড়াতাড়ি মুক্তির কথা জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি ৷

সোশ্যাল মিডিয়ায় মেরুন রঙের শাড়ি পড়া ছবি আপলোড করেছেন ৬৭ বছরের অভিনেত্রী ৷ মাড আইল্যান্ডে নিজের একাধিক ছবি পোস্ট করেন তিনি ৷ হিংসা নিয়ে কোনও প্রতিক্রিয়া না দিয়ে  তিনি জানিয়েছেন মোটর চালিত বোটের সাহায্যে মুম্বই থেকে মাড আইল্যান্ডে যাতায়াত এখন খুব সহজ হয়ে গিয়েছে ৷

advertisement

গতকাল রাত থেকেই অগ্নিগর্ভ মথুরা ৷ সেখানকার সাংসদ হয়ে মথুরা সংঘর্ষকে উপেক্ষা করে এমন ট্যুইট করায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ বিতর্কে শুরু হতেই সঙ্গে সঙ্গে ট্যুইট ডিলিট করে দেন হেমা মালিনী ৷

এরপর মথুরা নিয়ে তিনি একটি নতুন ট্যুইট করে জানান, ‘আমি কিছুক্ষণ আগেই মথুরা থেকে ফিরেছি ৷ ফেরার পর সেখানে হওয়া সংঘর্ষের কথা জানতে পেরেছি ৷ আমি খুবই দুঃখিত ৷ মথুরা আমার খুব প্রিয় জায়গা ৷ যদি প্রয়োজন হয় আমি ঘটনাস্থলে যাবো ৷ নিহতদের পরিবারে জন্য আমি শোকার্ত ৷’

advertisement

তাতেও থামেনি সমালোচনা ৷ অভিনেত্রী-সাংসদের এই ট্যুইটে দায়িত্বজ্ঞানহীনতাই চোখে পড়েছে সমালোচকদের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রণক্ষেত্র মথুরা, তারই মধ্যে শ্যুটিংয়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে সাংসদ হেমা মালিনী