এবার থেকে প্রাইভেট সেক্টরের মহিলারাও ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন ৷ এর জেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷
বর্তমানে প্রাইভেট সেক্টরে মহিলা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের ছুটি পেতেন ৷ নতুন বিল পাশ হওয়ার পর মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে প্রায় দ্বিগুন হতে চলেছে ৷ সমস্ত সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে ৷
advertisement
সরকারি মহিলা কর্মচারীদের জন্য ছ’মাসের মেটারনিটি লিভ আগে থেকেই লাগু করা হয়েছিল ৷
সংশোধিত মেটারনিটি বেনিফিট অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, ১২ সপ্তাহের বদলে ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ দেওয়া হবে মহিলাদের ৷’ যে মহিলারা সন্তা দত্তক নেবেন, সন্তান পাওয়ার পর ১২ সপ্তাহ ছুটি পাবেন ৷ তবে সে ক্ষেত্রে সন্তানের বয়স তিন মাসের কম হতে হবে ৷ ঠিক একই ভাবে কমিশনিং মাদাররা ও ১২ সপ্তাহের ছুটি পাবেন ৷
এই বিলটি পাশ হওয়ায় ভারত পৃথিবীর ৪০টি দেশের মধ্যে একটি হবে যেখানে ১৮ সপ্তাহের বেশি মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ৷