শনিবার বিকেলে মন্ত্রীদের কনভয় দেখেই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন৷ স্লোগান দিতে থাকেন, 'এখন কেন?' বিক্ষোভ সামাল দিতে স্বামীপ্রসাদ মৌর্য বলেন, 'দোষীদের কাউকে ছাড়া হবে না৷ এটা রাজনীতির বিষয় নয়৷ কড়া পদক্ষেপ করা হবে৷'
advertisement
এ দিন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ধর্ষিতা মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় দলীয় কার্যালয়ে ২ মিনিট নিরবতা পালন করে৷ তারপর অখিলেশ যান ধর্ষিতার বাড়িতে৷ এ দিন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও দেখা করেন মৃত মহিলার পরিবারের সঙ্গে৷ উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে তিনি আরেক ধর্ষিতার পরিবারের প্রসঙ্গ তোলেন৷
গত জুলাইয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'মনে রাখবেন, এই রাজ্যে এই একই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কেন ধর্ষিতাকে নিরাপত্তার ব্যবস্থা করেনি সরকার? আমি শুনেছি, হামলাকারীরা বিজেপি-র সঙ্গে জড়িত৷'
লখনৌয়ে বিধানসভার সামনে এ দিন ধর্নায় বসেন অখিলেশ যাদব৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'প্রত্যেক বার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের গুলি করে দেওয়া হবে৷ কিন্তু সরকার দেশের এক কন্যার জীবন বাঁচাতে পারে না৷'
দেখুন ভিডিও: উন্নাওয়ে নিহত ধর্ষিতার বাড়ি গিয়ে তীব্র বিক্ষোভের মুখে যোগী সরকারের দুই মন্ত্রী