আরও পড়ুন: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, “মৃতদেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন“। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সন্ধে নাগাদ টিআরপি গেমিং জোনে আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যত বেশি সম্ভব দেহ উদ্ধারের কাজ চলছে”।
advertisement
আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে নাতাসা, কী উত্তর দিলেন তিনি?
প্রত্যক্ষদর্শীদের মতে, যখন আগুন লাগে তখন সেখানে প্রচুর মানুষের সঙ্গে শিশুরাও উপস্থিত ছিল। রাজকোটের কালেক্টর প্রভাব যোশী জানিয়েছেন, সাড়ে ৪টে নাগাদ গেমিং জোনে আগুন লাগার খবর আসে দমকলের কাছে, আগুন লাগার পরেই গেমিং জোন ভেঙে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছেন।