কয়েক মাস আগে মারুতির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল অল্টো ৮০০ -এর উৎপাদন ৷ তবে এবার একেবারে নতুন চেহারায় বাজারে ফিরল মারুতি এই গাড়ি ৷
চেহারায় যে খুব একটা চেঞ্জ হয়েছে মারুতির এই নতুন ৮০০-এর, তা কিন্তু নয় ৷ তবে এই নতুন অল্টোতে থাকছে ৭৯৬ সিসি-র F8D 3 এর ইঞ্জিন ৷ এই নতুন অল্টো ২২.৫ কিমি চলবে প্রতি লিটারে ৷
advertisement
Location :
First Published :
April 23, 2019 10:42 PM IST