মৃত নববধূর নাম খুশবু (১৯)। ১১ মার্চ ফরিদাবাদের সিকরাউনা এলাকায় নিজের শ্বশুরবাড়িতে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, খুশবুকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য মানসিক নির্যাতন করত।
আরও পড়ুন: দুধের মধ্যে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ালেন ব্যক্তি! জানুন এক পাষণ্ড বাবার হাড়হিম করা ঘটনা…
প্রতিবেদন অনুসারে, ১১ মার্চ রাতে খুশবুর স্বামী গৌতম কুমার তার ভাই পবন কুমারকে ফোন করে জানায়, সে খুশবুর কোনও সাড়া পাচ্ছে না। পরিবারের লোকজন তখন খুশবুর ঘরে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে তারা দেখে, সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।
advertisement
খুশবুর ভাই পবন কুমার পুলিশকে জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে খুশবু তার মাকে ফোন করেছিল, তবে সেই কথোপকথনের বিষয়বস্তু এখনও জানা যায়নি। পবন দাবি করেছেন, তার বোন শ্বশুরবাড়িতে ভালোভাবেই থাকছিল এবং কোনও সমস্যা ছিল না।
ফরিদাবাদ পুলিশের অফিসার যশপাল জানিয়েছেন, খুশবুর বাবা সুরেন্দ্র পাল-এর অভিযোগের ভিত্তিতে তার স্বামী গৌতম কুমার, শাশুড়ি ললিতা দেবী ও আরও দুই শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।
খুশবুর মৃতদেহ বাদশাহ খান সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে, যা মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে সহায়তা করবে।