TRENDING:

Marriage Chaos: বাজি ফাটাতে গিয়ে বরযাত্রীর গাড়ির ভিতরে আগুন! মুহূর্তে আনন্দ বদলে গেল দুঃখে, দেখুন ভিডিও

Last Updated:

Marriage Chaos: আহতদের শেষমেশ বর যাত্রার এক সদস্য উদ্ধার করেন এবং তাদের চিকিৎসার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরে স্থানীয় পুলিশ সেটি উদ্ধার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাজি ফাটাতে গিয়ে বরযাত্রীর গাড়ির ভিতরে ছড়িয়ে পড়ল আগুন, মুহূর্তে আনন্দ বদলে গেল দুঃখে! দেখুন ভিডিও
বাজি ফাটাতে গিয়ে বরযাত্রীর গাড়ির ভিতরে ছড়িয়ে পড়ল আগুন, মুহূর্তে আনন্দ বদলে গেল দুঃখে! দেখুন ভিডিও
advertisement

আরও পড়ুন: ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ কোনটি জানেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি

তিনি একটি বন্দুক ব্যবহার করে আতশবাজি ফাটাচ্ছিলেন। এটার মধ্যেই হঠাৎ আগুন ধরে যায়। এর ফলে কিছু আতশবাজি তার হাতে ফাটে এবং আগুনের ফুলকি গাড়ির ভিতরে গিয়ে পড়ে।

গাড়িটির মধ্যে সম্ভবত আরও আতশবাজি মজুত ছিল, যা একটি ব্যাগে রাখা ছিল। আগুনের ছোঁয়া পেতেই পুরো বাজির স্টক আগুনে পুড়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়িটি ধোঁয়া ও আগুনে ভরে যাওয়ার পর দ্রুত দুই ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে আসেন। পথচারীরা গাড়িটির দিকে ছুটে আসেন, আশঙ্কা করে যে আরও মানুষ ভেতরে আটকে থাকতে পারে।

advertisement

আরও পড়ুন: সংসদে আগে ৫০ পয়সাতেই মিলত পেট ভর্তি খাবার! এখন থালির দাম কত হয়েছে জানেন?

এই ঘটনার বিশদ বিবরণ এক্স (পূর্বে টুইটার)-এ শেয়ার করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়েছে যে এই বেপরোয়া কাজের ফলে দুই ব্যক্তি আহত হয়েছেন। এতে বলা হয়েছে, “খোলা রাস্তায় নিরাপদে আতশবাজি ফাটানোর বদলে দুই যুবক তাদের গাড়ির সানরুফ থেকে পটকা ফাটান। স্ফুলিঙ্গ গাড়ির ওপর পড়ে এবং ভেতরে থাকা আতশবাজির বাক্সগুলো আগুনে পুড়ে যায়।”

advertisement

ফ্রি প্রেস জার্নালের মতে, ভয়াবহ ঘটনাটি গন্দেভদা গ্রামের এক বাসিন্দার বর যাত্রীতে ঘটেছিল। শোভাযাত্রাটি দেরাদুন যাওয়ার পথে ছিল, কিন্তু আতশবাজির এই ঘটনায় উৎসব উদযাপন বিপর্যয়ে পরিণত হয়।

আহতদের শেষমেশ বর যাত্রার সদস্য জাভেদ উদ্ধার করেন এবং তাদের চিকিৎসার জন্য নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। গাড়িটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পরে স্থানীয় পুলিশ সেটি উদ্ধার করে। দোষীদের বিরুদ্ধে জরিমানাও আরোপ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

advertisement

চণ্ডীগড়েও গত মাসে এমনই একটি ঘটনা ঘটে, যেখানে ব্যক্তিদের একটি ব্যক্তিগত গাড়ির ছাদ থেকে আতশবাজি ফাটাতে দেখা যায়। দীপাবলির সময় এমন বিপজ্জনক কর্মকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Chaos: বাজি ফাটাতে গিয়ে বরযাত্রীর গাড়ির ভিতরে আগুন! মুহূর্তে আনন্দ বদলে গেল দুঃখে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল