আরও পড়ুনঃ গোপনীয়তা লঙ্ঘন? ২১ নভেম্বর ফের পুনঃনির্বাচন মধ্যপ্রদেশের হাইভোল্টেজ বুথে
শামসাবাদের থানার পুলিশ আধিকারিক অনিল শর্মা বলেন, ‘শামসাবাদের এক বাসিন্দা ব্রিজভন কুশওয়াহার বাড়িতে রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। রাতের দিকে সেই অনুষ্ঠানে আগত এক অতিথি রসগোল্লা শেষ হয়ে যাচ্ছে কথাটি বলেন। আর সেই কথা বাকি অতিথিদের কানে আসতেই সবার মধ্যে তাড়াতাড়ি খেতে বসার হিড়িক পড়ে যায়। তারপর কে আগে খেতে বসবে, কে কটি রসগোল্লা খাবে, তা নিয়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেঁধে যায়।’
advertisement
শামসাবাদ থানার এসএইচও অনিল শর্মা আরও জানান “এই ঘটনায় ছ’জন আহত হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। যারা হাসপাতালে আছেন তাঁরা এখন বিপদমুক্ত।
এই ঘটনায় ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র এবং পবন নামের ছ’জন অতিথি আহত হয়েছে। অনিল শর্মা দাবি করেছেন গত বছর অক্টোবরে, ইটমাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টির অভাব নিয়ে হাতাহাতিতে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন।