TRENDING:

Marriage Ceremony: রসগোল্লা নিয়ে মারামারি! ভাবতে পারেন! বিয়েবাড়িতে ৬ জন গুরুতর আহত

Last Updated:

উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লার নিয়ে সংঘর্ষে আহত ছয়। সোমবার পুলিশ সূত্রে খবর অনুসারে, রবিবার মধ্যরাতে শামসাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর প্রদেশঃ উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লার নিয়ে সংঘর্ষে আহত ছয়। সোমবার পুলিশ সূত্রে খবর অনুসারে, রবিবার মধ্যরাতে শামসাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
রসগোল্লার নিয়ে সংঘর্ষে আহত ছয়
রসগোল্লার নিয়ে সংঘর্ষে আহত ছয়
advertisement

আরও পড়ুনঃ গোপনীয়তা লঙ্ঘন? ২১ নভেম্বর ফের পুনঃনির্বাচন মধ্যপ্রদেশের হাইভোল্টেজ বুথে

শামসাবাদের থানার পুলিশ আধিকারিক অনিল শর্মা বলেন, ‘শামসাবাদের এক বাসিন্দা ব্রিজভন কুশওয়াহার বাড়িতে রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান ছিল। রাতের দিকে সেই অনুষ্ঠানে আগত এক অতিথি রসগোল্লা শেষ হয়ে যাচ্ছে কথাটি বলেন। আর সেই কথা বাকি অতিথিদের কানে আসতেই সবার মধ্যে তাড়াতাড়ি খেতে বসার হিড়িক পড়ে যায়। তারপর কে আগে খেতে বসবে, কে কটি রসগোল্লা খাবে, তা নিয়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেঁধে যায়।’

advertisement

শামসাবাদ থানার এসএইচও অনিল শর্মা আরও জানান “এই ঘটনায় ছ’জন আহত হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। যারা হাসপাতালে আছেন তাঁরা এখন বিপদমুক্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনায় ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র এবং পবন নামের ছ’জন অতিথি আহত হয়েছে। অনিল শর্মা দাবি করেছেন গত বছর অক্টোবরে, ইটমাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টির অভাব নিয়ে হাতাহাতিতে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Ceremony: রসগোল্লা নিয়ে মারামারি! ভাবতে পারেন! বিয়েবাড়িতে ৬ জন গুরুতর আহত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল