বৈঠক শেষে রাজু বিস্তা জানিয়েছেন, "ঐতিহাসিক বৈঠক হয়েছে। গোর্খাদের একগুচ্ছ সমস্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দিপাবলীর পর নভেম্বরে আরও একবার ত্রিপাক্ষিক বৈঠক হবে।"
বিজেপি সাংসদের অভিযোগ, জিটিএ-র দুর্নীতি কারও অজানা নয়। তা সত্বেও দীর্ঘদিন ধরে জিটিএ নির্বাচন করানো হচ্ছে না। পঞ্চায়েত নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এছাড়াও গোর্খাদের একাধিক দাবি নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম হল, ১১টি গোর্খা জনজাতিকে তপশিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়।ত্রিপাক্ষিক এই বৈঠকে ডাক পায়নি গোর্খা জনমুক্তি মোর্চা। রাজ্যকে না জানিয়েই এই বৈঠক ডাকা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তরবঙ্গের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গোর্খাদের সমস্যার কীভাবে সমাধান করা যায়- তা নিয়ে মঙ্গলবার একটি বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে।
advertisement
নর্থ ব্লকে বিকেল ৪টে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। ছিলেন কয়েকজন জনপ্রতিনিধি ও বিজেপি নেতা। রাজনৈতিক মহলের বক্তব্য বৈঠকটি গুরুত্বপূর্ণ। কেন্দ্র এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চাইছে বলে মনে হচ্ছে। ভারতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় থেকে গোর্খাদের পৃথক রাজ্যের দাবি ১০০ বছরের বেশি পুরনো।
এদিন বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, সিপিএম এবং কংগ্রেসের আমলে দেশ জুড়ে বহু জটিল বিষয় সমাধানের পরিবর্তে তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তাঁর দাবি, সিপিএম এবং কংগ্রেসের সময়কার ধামাচাপা দেওয়া জটিল বিষয়ের এক এক করে সমাধানের চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।